সর্বশেষ

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৯
প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তলবের সময় বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মকাণ্ড বিশেষ করে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও সহায়তার অভিযোগের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্টদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। 

 

পাশাপাশি সম্প্রতি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে গ্রেপ্তার এবং প্রত্যর্পণে সহযোগিতা প্রত্যাশা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারতের ভূমিকা প্রত্যাশা করে।

 

তবে ঢাকার উত্থাপিত অভিযোগ ও উদ্বেগ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৪ ডিসেম্বরের প্রেসনোটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা দাবিগুলো ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত ধারাবাহিকভাবে অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে। পাশাপাশি ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেয়নি বলেও দাবি করা হয়। ভারতের বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিতসহ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সব খবর

আরও পড়ুন

ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শুভ বড়দিন আজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের চিঠি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

রমজানে আয়োজন নিয়ে উদ্বেগ অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বেড়েছে ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বেড়েছে ট্রেনের ভাড়া

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকার বীর উত্তমের প্রয়াণ

জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকার বীর উত্তমের প্রয়াণ

ভারতের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব

হিন্দুস্থান টাইমসে হর্ষবর্ধন শ্রীংলার কলাম ভারতের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব