সর্বশেষ

বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশজুড়ে লোডশেডিং

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪
বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশজুড়ে লোডশেডিং

দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে সারা দেশে লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।

 

বিপিডিবি জানিয়েছে, যেসব বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তার মধ্যে আদানি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র উল্লেখযোগ্য। এই কেন্দ্রগুলো দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করে থাকে। হঠাৎ করে এই কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে চাপ বেড়েছে এবং সরবরাহ সংকট দেখা দিয়েছে।

 

সংস্থাটি আশা প্রকাশ করেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন যাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা যায়।

 

এদিকে, লোডশেডিংয়ের কারণে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

বিপিডিবি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছে। তারা জানিয়েছে, এই সাময়িক পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার এড়িয়ে চললে সংকট মোকাবিলায় সহায়ক হবে।

 

সরকার ও বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে যাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় এবং জনজীবনে স্বস্তি ফিরে আসে।

সব খবর

আরও পড়ুন

কারণ দর্শানো ছাড়াই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

কারণ দর্শানো ছাড়াই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ফিরল, কিন্তু কার্যকর ৬ বছর পর পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অবশেষে বিদেশিদের হাতে জাতীয় সম্পদ লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

নেপথ্যে ৫ আগস্ট বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

মশক নিধনে ব্যর্থতা নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?

কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?