সর্বশেষ

পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মুখেঃ সন্তু লারমা

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ১৮:৩৭
পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মুখেঃ সন্তু লারমা

দেশের পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মধ্যে দিন যাপন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেছেন, আজকের বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তা ও শঙ্কায় ঘেরা। জুলাই অভ্যুত্থানের পর চলমান সংস্কার কার্যক্রমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কার্যকর কোনো সংগঠন বা নেতৃত্বের সঙ্গে সংলাপের প্রয়োজন অনুভব করেনি অন্তর্বর্তী সরকার।

 

শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা লিখিত বক্তব্যে এসব কথা বলেন। অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে বক্তব্য পাঠ করেন ফোরামের নির্বাহী সদস্য পল্লব চাকমা।

 

লিখিত বক্তব্যে সন্তু লারমা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পরও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ক্রমেই ভূমিহীন ও দেশান্তরি হচ্ছেন। পাহাড়ের সমস্যার সমাধানে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর কেটে গেলেও তা এখনো কার্যকর করা হয়নি। ফলে পাহাড়ে পুরনো সমস্যাগুলো নতুন রূপে দেখা দিচ্ছে।

 

তিনি উল্লেখ করেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা আরও নাজুক। ভূমি থেকে উচ্ছেদ, নারী নিপীড়ন, বৈষম্য ও বিচারহীনতার কারণে তারা আরও প্রান্তিক হয়ে পড়ছেন।

 

সন্তু লারমা আহ্বান জানান, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে। তিনি দেশের ৪০ লাখের বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য, সংহতি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

 

তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রাম ও শোষণমুক্ত, গণতান্ত্রিক সমাজ গঠনে প্রগতিশীল আদর্শের বিকল্প নেই। আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতিবছরের মতো তরুণ প্রজন্মকে নতুন উদ্দীপনা জোগাবে।

 

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহসভাপতি অজয় এ মৃ এবং সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদ’র সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও কাজল দেবনাথ।

 

সঞ্চালনা করেন রিপন বানাই। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে টিএসসি ঘুরে পুনরায় শহীদ মিনারে ফিরে আসে। সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন চলে।

সব খবর

আরও পড়ুন

জলবায়ু সংকটে ঝুঁকিতে ৭ কোটি পোশাকশ্রমিক, পদক্ষেপের আহ্বান আন্তর্জাতিক সংগঠনের

জলবায়ু সংকটে ঝুঁকিতে ৭ কোটি পোশাকশ্রমিক, পদক্ষেপের আহ্বান আন্তর্জাতিক সংগঠনের

সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত: ড. কামাল হোসেন

সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত: ড. কামাল হোসেন

বাংলাদেশের নির্বাচনে ‘অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়’

ব্রিটিশ প্রতিনিধির সতর্কবার্তা বাংলাদেশের নির্বাচনে ‘অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়’

ডেঙ্গুতে মৃত্যু মিছিল: মহামারি নাকি অবহেলা?

ডেঙ্গুতে মৃত্যু মিছিল: মহামারি নাকি অবহেলা?

প্রশাসনের লাগাম চুক্তিভিত্তিক আমলাদের হাতে

আমলাতন্ত্রে স্নায়ুযুদ্ধ প্রশাসনের লাগাম চুক্তিভিত্তিক আমলাদের হাতে

বাংলাদেশে প্রাক-নির্বাচনী পরিস্থিতি নাজুক

আইআরআইয়ের মূল্যায়ন বাংলাদেশে প্রাক-নির্বাচনী পরিস্থিতি নাজুক

অনলাইনে নজরদারি বেড়েছে, সামাজিক মাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক

টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রকাশ অনলাইনে নজরদারি বেড়েছে, সামাজিক মাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক

ইন্টারনেট বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা, বিলুপ্ত হচ্ছে এনটিএমসি

টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া প্রকাশ ইন্টারনেট বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা, বিলুপ্ত হচ্ছে এনটিএমসি