সর্বশেষ

নেপথ্যে ৫ আগস্ট

বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০
বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

বাংলাদেশিদের জন্য বিদেশে পড়াশোনা, কাজ বা ভ্রমণের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। অনেক শিক্ষার্থী স্কলারশিপ পাওয়ার পরও শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় বিদেশে যেতে পারছেন না। তেমনই একজন তানজুমান আলম ঝুমা, যিনি হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ এক বছরের চেষ্টা সত্ত্বেও তিনি ভিসা পাননি। গত ১৫ মাসে এমন ঝুমার সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়েছে।

 

শুধু শিক্ষার্থী নয়, শ্রমিক ও পর্যটক ভিসার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে। আগে যেসব দেশ সহজে ভিসা দিত—যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া—সেগুলোও এখন অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না। অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া বাংলাদেশিদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই।

 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো. রাফেউজ্জামান জানিয়েছেন, ভারত, ইউএই, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব ও ভিয়েতনাম বর্তমানে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। থাইল্যান্ডের ভিসা পেতে সময় বেশি লাগছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ভিসার অনুমোদনের হার কমেছে, ফিলিপাইন ও শ্রীলঙ্কার ভিসা প্রক্রিয়াও দীর্ঘ হচ্ছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয়। যদিও এটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হয়, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশও ঘোষণা ছাড়াই ভিসা প্রদানে কঠোরতা শুরু করেছে। শেখ হাসিনা সরকার পতনের সাথে সাথে যেন বিশ্ব দরবারের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছে।

 

পর্যটন ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম জানান, যুক্তরাষ্ট্র সাধারণত প্রতি বছর পাঁচ থেকে ছয় লাখ ভিসা দেয়, কিন্তু এবার দুই লাখের বেশি ভিসা দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া ও কানাডাও আগের মতো ভিসা দিচ্ছে না।

 

বিশ্লেষকরা বলছেন, ভিসা জটিলতার মূল কারণ হলো অনিয়মিত অভিবাসন। অনেকেই সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে চলে যাচ্ছেন। কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসায় লোক পাঠিয়ে পরে শ্রমিক ভিসায় রূপান্তর করছেন। এর ফলে দেশগুলোর প্রশাসন সতর্ক হয়ে উঠেছে।  

 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, অল্প সংখ্যক মানুষের অনিয়মিত কর্মকাণ্ডের কারণে অনেক বেশি মানুষ ভোগান্তিতে পড়ছেন। এছাড়া বিদেশে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের প্রকাশ্য বিবাদও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।  

 

বাংলাদেশি পাসপোর্টের দুর্বল অবস্থানও ভিসা জটিলতায় ভূমিকা রাখছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বর্তমানে মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ আছে, যার বেশিরভাগই আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে।  

 

বিশ্লেষকরা বলছেন, ভারতের ভিসা জটিলতা রাজনৈতিক কারণে হলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব। অসৎ উপায়ে বিদেশে লোক পাঠানো বন্ধ করতে হবে এবং দেশের ভেতরে দৃশ্যমান আইনি ব্যবস্থা নিতে হবে।  

 

গত বছর ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের কাছে ভিসা সেন্টার অন্য দেশে সরানোর অনুরোধ করেছিলেন। পরে ঢাকা থেকেই নয়টি দেশের ভিসা প্রক্রিয়া শুরুর কথা শোনা গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বরং জটিলতা থেকেই গেছে।  

 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দেশের ভেতরে অনিয়ম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নিলে আন্তর্জাতিকভাবে আস্থা ফিরবে। তাতে ভিসা প্রক্রিয়ার বর্তমান জটিলতা থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে।  

 

বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা এখন বহুমাত্রিক—রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক। অনিয়মিত অভিবাসন ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক দেশ সতর্ক হয়েছে। সমাধানের জন্য প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ।

সব খবর

আরও পড়ুন

পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ফিরল, কিন্তু কার্যকর ৬ বছর পর পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অবশেষে বিদেশিদের হাতে জাতীয় সম্পদ লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

মশক নিধনে ব্যর্থতা নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?

কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?

বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান

ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যানের বিবৃতি বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান

সুইস কোম্পানী পাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনালের দায়িত্ব

বিদেশিদের হাতে রাষ্ট্রীয় সম্পদ সুইস কোম্পানী পাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনালের দায়িত্ব