সর্বশেষ

বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে উঠছে বিদেশ ভ্রমণ: ভিসা দিচ্ছে না অধিকাংশ দেশ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ০৫:০৩
“জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও বেড়েছে। বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরাও বিপাকে পড়ছেন।”
বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে উঠছে বিদেশ ভ্রমণ: ভিসা দিচ্ছে না অধিকাংশ দেশ

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে। কিন্তু বাংলাদেশের পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ এখন এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভিসা জটিলতা, নিরাপত্তাহীনতা, হোটেল ভাড়া ও বিনোদনের অভাব—সব মিলিয়ে ভ্রমণের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে।

 

সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের বিদেশে ভ্রমণের পরিকল্পনার শুরুতেই নানা বাধার মুখে পড়তে হচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় অনেকে হিমশিম খাচ্ছেন, আবার ভিসা পেলেও বিমানবন্দরে সন্দেহজনক মনে করে ফেরত পাঠানো হচ্ছে অনেককে।

 

বিশেষত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বর্তমানে দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতও আগস্ট ২০২৪ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করেছে। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভিসা দিতে কঠোর শর্ত আরোপ করেছে।

 

চীনে ভিসা পাওয়া গেলেও বিমানবন্দরে যাচাই-বাছাইয়ের সময় অনেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। থাইল্যান্ডে ভিসা পাওয়া যাচ্ছে, তবে সময় লাগছে বেশি। মালয়েশিয়াতেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করলে পর্যটকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

 

ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী শেখ কামরুজ্জামান রনি জানান, “জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও বেড়েছে। বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরাও বিপাকে পড়ছেন।”

 

দেশের অভ্যন্তরেও পর্যটন খাতে সমস্যা কম নয়। কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ জনপ্রিয় পর্যটন স্পটে হোটেল-রিসোর্টের ভাড়া অনেক সময় বিদেশের তুলনায় বেশি। মৌসুমে রুম পাওয়া কঠিন, খাবারের দামও তুলনামূলক বেশি। নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। নারী পর্যটকদের হয়রানির অভিযোগও রয়েছে।

 

সব মিলিয়ে, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশ্বভ্রমণের স্বপ্ন এখন ভিসা জটিলতা ও সুযোগ-সুবিধার অভাবে ক্রমেই দুরূহ হয়ে উঠছে। পর্যটনবান্ধব নীতিমালা, আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং অভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।

সব খবর