বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫–এ উঠে এসেছে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের চিত্র। জরিপে দেখা গেছে, জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৪৭ দশমিক ১৭ শতাংশ মানুষ।
২০২৪ সালের ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শারীরিক হামলা, ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে আক্রমণ এবং মূল্যবান সম্পদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকার ‘ডেভিল হান্ট’ ও ‘ডেভিল হান্ট ফেজ-২’ উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি। বরং এগুলো এককভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন-পীড়নে ব্যবহৃত হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানায় জরিপ পরিচালনা করা হয়। এতে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ৮৪ হাজার ৮০৭ জন নারী ও পুরুষ অংশ নেন। নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও বৈষম্য—এই ছয়টি সূচক মূল্যায়ন করা হয়।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের চিত্র
- মূল্যবান সম্পদের নিরাপত্তা: ৪৭.১৭% মানুষ উদ্বিগ্ন। শহরে এ হার ৫০.৫৬%, গ্রামে ৪৫.৬১%।
- বিভাগভেদে: ঢাকায় সবচেয়ে বেশি উদ্বেগ (৫৯.১৭%), এরপর বরিশাল (৫৪.২১%), ময়মনসিংহ ও রংপুর (৪৬%), চট্টগ্রাম (৪৩.৬১%), রাজশাহী (৪১%), সিলেট (৩৭%) এবং খুলনা সবচেয়ে কম (৩৬.৩৯%)।
- শারীরিক হামলার আশঙ্কা: ৩৩.৯১% মানুষ শঙ্কিত। শহরে ৪১.২৮%, গ্রামে ৩০.৫০%। ঢাকায় সবচেয়ে বেশি (৪৯.৬৮%)।
- ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার শঙ্কা: ৪১.৭৪% মানুষ উদ্বিগ্ন। ঢাকায় এ হার প্রায় ৫৩%।
নারীদের মধ্যে উদ্বেগের হার পুরুষদের তুলনায় বেশি। ধনী শ্রেণীর মধ্যে উদ্বেগের হারও গরিবদের তুলনায় বেশি।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেন, সরকার শুরু থেকেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ‘ডেভিল হান্ট টু’ সফল হলে নির্বাচন উৎসবমুখর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশের দ্রুত পদক্ষেপ মানুষের আস্থা তৈরি করে। রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসাইন দাবি করেছেন, আগের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। তিনি বলেন, “দুই লাখ পুলিশ ফোর্স আছে, তাদের মনোবলও অনেকটা ফিরে এসেছে। তবে আইন মানার প্রবণতা কমেছে, এজন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”
অন্যান্য সূচক
- নিজের আঙিনায় নির্বিঘ্নে চলাফেরা নিরাপদ মনে করে ৮৪.৮১% মানুষ।
- রাতের বেলা ঘরকে নিরাপদ মনে করে ৯২.৫৪% মানুষ।
- সরকারি কর্মকাণ্ডে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন ২১.৯৯% মানুষ।
- সরকারি সেবা নিতে ঘুষ দিয়েছে ৩১.৬৭% মানুষ।
- সরকারি সেবায় সন্তুষ্টির কথা বলেছেন ৪৭.১২% মানুষ।
জরিপের ফলাফল স্পষ্ট করে দিয়েছে, দেশের মানুষ এখনো নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কার্যকর পদক্ষেপ ও আস্থার পরিবেশ তৈরি করা জরুরি।