সর্বশেষ

আবারও চুক্তিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ

অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূণ্যপদ পূরণ, সচিবের দায়িত্ব পেলেন মো. এহছানুল হক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ২৩:৫২
অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূণ্যপদ পূরণ, সচিবের দায়িত্ব পেলেন মো. এহছানুল হক

তিন সপ্তাহ ধরে শূন্য থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে অবশেষে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এহছানুল হক, যিনি এতদিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছিল। গত ২১ সেপ্টেম্বর তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। তাঁর বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে সচিবের পদটি শূন্য ছিল।

 

সচিব পদ শূন্য থাকায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও পদোন্নতির কাজ স্থবির হয়ে পড়ে। আটকে যায় বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমও। এ সময় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান কেবল রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

 

নতুন নিয়োগপ্রাপ্ত মো. এহছানুল হক ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্তর্বর্তী সরকার তাঁকেও চুক্তিভিত্তিক নিয়োগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করেছিল।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই মন্ত্রণালয়ের সচিব পদে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার নিয়োগের উপর প্রশাসনিক কার্যক্রমের গতি বৃহদাংশে নির্ভর করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

নতুন সিনিয়র সচিবের নেতৃত্বে মাঠ প্রশাসনের স্থবিরতা কাটবে এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে গতি আসবে বলে আশা করা হলেও অন্তর্বর্তী সরকার শুরু থেকেই গুরুত্বপূর্ণ পদে নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের পরিবর্তে অবসরপ্রাপ্ত ও অনিয়মিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া নিয়ে জনপ্রশাসনে অসন্তোষ বিরাজ করছে। আমলাতন্ত্রের দক্ষতা, নিষ্ঠা ও শৃঙ্খলার জন্য যা অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। 

সব খবর

আরও পড়ুন

দুদক অধ্যাদেশে ‘বাছাই কমিটি’ না থাকা নিয়ে ক্ষোভ টিআইবি’র

রাষ্ট্রসংস্কার কি ফাঁকাবুলি? দুদক অধ্যাদেশে ‘বাছাই কমিটি’ না থাকা নিয়ে ক্ষোভ টিআইবি’র

বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই হবার পরবর্তী প্রেক্ষাপট

শ্রীলঙ্কা গার্ডিয়ানে প্রকাশিত বিশ্লেষণ বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই হবার পরবর্তী প্রেক্ষাপট

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

লিখিত পরীক্ষার আগের দিন ৪৭তম বিসিএস বর্জনের ঘোষণা প্রিলি উত্তীর্ণদের একাংশের

‘রাজনৈতিক হিসাব-নিকাশে হেরে গেছি’ লিখিত পরীক্ষার আগের দিন ৪৭তম বিসিএস বর্জনের ঘোষণা প্রিলি উত্তীর্ণদের একাংশের

ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী

চলতি বছরে মৃত্যু ৩৭০ ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী

দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ৬ কোটি ২০ লাখ মানুষ

বিশ্বব্যাংকের প্রতিবেদন দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ৬ কোটি ২০ লাখ মানুষ

বাংলাদেশে ১ লাখ টন চাল রপ্তানির প্রস্তুতি পাকিস্তানের

হঠাৎ ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন বাংলাদেশে ১ লাখ টন চাল রপ্তানির প্রস্তুতি পাকিস্তানের

মালয়েশিয়ায় চাকরির জন্য বাংলাদেশিদের গুনতে হচ্ছে ৮ লাখ টাকা পর্যন্ত

মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদার অভিযোগ মালয়েশিয়ায় চাকরির জন্য বাংলাদেশিদের গুনতে হচ্ছে ৮ লাখ টাকা পর্যন্ত