সর্বশেষ

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ

‘২৯০০ ঘটনাকে মিডিয়ার অতিরঞ্জন বলা যায় না’

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ২০:২৯
‘২৯০০ ঘটনাকে মিডিয়ার অতিরঞ্জন বলা যায় না’

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সাম্প্রতিক সময়ে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস ও অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নয়াদিল্লি বলেছে, এসব ঘটনাকে কেবল গণমাধ্যমের অতিরঞ্জন বা রাজনৈতিক সহিংসতা হিসেবে ব্যাখ্যা করা যায় না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

 

তিনি বলেন, “বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা গুরুতর উদ্বেগের বিষয়। স্বতন্ত্র সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৯০০টি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনাও রয়েছে। এগুলোকে মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না।”

 

১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করে। জাতিসংঘসহ বিভিন্ন মহল সে সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার গভীর রাতে রাজবাড়ী জেলায় স্থানীয় যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে গণপিটুনিতে হত্যা করা হয়।

 

পুলিশ দাবি করেছে, অমৃত মণ্ডল হত্যাকাণ্ডটি চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত এবং এটি সাম্প্রদায়িক নয়। জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত অমৃতের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ ছিল এবং তাঁর এক সহযোগীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, কট্টরপন্থী জনতার সহিংসতাকে ‘চাঁদাবাজির ঘটনা’ হিসেবে আড়াল করার চেষ্টা করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

 

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব বলেও জোর দেওয়া হয়েছে।

 

এদিকে এসব ঘটনার প্রতিবাদে ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশন ঘিরে বিক্ষোভ হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে ভারত সরকার দাবি করেছে, এসব বিক্ষোভকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

 

বাংলাদেশ-ভারত সম্পর্ক, আসন্ন জাতীয় নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী।

সব খবর

আরও পড়ুন

এবার জানুয়ারিতে বিদেশিদের হাতে পানগাঁও টার্মিনাল

চুক্তির মেয়াদ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবার জানুয়ারিতে বিদেশিদের হাতে পানগাঁও টার্মিনাল

জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের ৪৭ শতাংশ মানুষ

পরিসংখ্যান ব্যুরোর জরিপ জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের ৪৭ শতাংশ মানুষ

আগামী পাঁচ দিন তীব্র হবে শীত, বাড়বে কুয়াশা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আগামী পাঁচ দিন তীব্র হবে শীত, বাড়বে কুয়াশা

ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শুভ বড়দিন আজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের চিঠি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

রমজানে আয়োজন নিয়ে উদ্বেগ অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা