সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহোৎসব শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। টানা পাঁচ দিনের আনন্দ-উৎসব, প্রার্থনা ও পূজা-অর্চনার পর দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা।
পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে গজে বা হাতির পিঠে, যা শস্য শ্যামলার বার্তা বহন করে। তবে দশমীতে দেবী বিদায় নিচ্ছেন দোলায় চড়ে, যা শাস্ত্র মতে মহামারী বা মড়কের ইঙ্গিত দেয়।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের মণ্ডপগুলোতে শুরু হয় দশমীর বিহিত পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টার পর পূজা-অর্চনা, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে হয় নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনায় দেবীর চরণ থেকে নেওয়া সিঁদুর নিজেদের সিঁথিতে পরিধান করেন নারীরা এবং একে অপরকে সিঁদুর দেন।
শাস্ত্রমতে, বিজয়া দশমী শুধু দেবী বিসর্জনের দিনই নয়, মানুষের ভেতরের কাম, ক্রোধ, হিংসা, লালসার মতো অসুরিক প্রবৃত্তি বিসর্জনেরও প্রতীক। ভক্তদের বিশ্বাস, এই দিন ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান দেবী।
ঢাকেশ্বরী মন্দিরে পূজারত ভক্ত রাজরূপা চক্রবর্তী বলেন, “এবার পূজা আনন্দময় কেটেছে। তবে আজকের দিনটা বেদনারও, কারণ মাকে বিদায় জানাতে হচ্ছে। সবার জন্য মঙ্গলকামনা করেছি।”
মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় জানান, নবমীর পূর্ণপূজার পর দশমীতে দেবী অপরাজিতা রূপে প্রকাশ পান। মহিষাসুর বধের মাধ্যমে ন্যায় ও সত্যের জয়ের প্রতীক হয়ে ওঠেন তিনি।
দেশজুড়ে এবার ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শুধু রাজধানী ঢাকায়ই পূজা হয়েছে ২৫৯টি মণ্ডপে। ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেল ৩টায় সেখান থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হবে। একইভাবে সারাদেশেই স্থানীয় আয়োজনে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে।
নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, সন্ধ্যার আগেই বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
ষষ্ঠী থেকে শুরু হওয়া এ শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৈলাসে স্বামীর গৃহে ফিরে গেলেও আগামী শরতে আবার দেবী দুর্গা নতুন আশীর্বাদ নিয়ে মর্ত্যে আগমন করবেন। তাই বিজয়া দশমী ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনি বিদায়ের বেদনারও।