সর্বশেষ

মহানবমী

দেবীর বিদায় ঘণ্টা, পূজার ষোলোকলা পূর্ণতার দিন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৭:২৬
দেবীর বিদায় ঘণ্টা, পূজার ষোলোকলা পূর্ণতার দিন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমী পার হয়ে এই নবমী তিথিতেই দেবীর বিদায়ের সুর বাজতে শুরু করে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা, তাই নবমী থেকেই ভক্তদের হৃদয়ে নেমে আসে এক অদৃশ্য বেদনা।

 

হিন্দু শাস্ত্রমতে, নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় এ পূজা। এই সময়ে মূলত দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। ভক্তরা ১০৮টি মাটির প্রদীপ জ্বালান এবং ১০৮টি পদ্মফুল নিবেদন করেন দেবীর চরণে। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খনাদে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ।

 

মহানবমীতে বিশেষভাবে আয়োজন করা হয় দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা, বলিদান ও নবমী হোম। পূজার অন্যতম আকর্ষণ হলো ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গার আরাধনা। এছাড়া নীল অপরাজিতা, নীলকণ্ঠ ফুল এবং যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় পূজার বিশেষ পর্ব। এই যজ্ঞে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি আহুতি দেওয়া হয়।

 

পুরোহিতদের মতে, নবমীতে পূজা করলেই পূজার ষোলোকলা পূর্ণ হয়। ঢাকা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন, “নবমীতে এসেই পূজা পূর্ণ হয়, আর দশমীতে দেবীকে বিদায় জানাতে হয়।”

 

নবমীর দিন সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা বিভিন্ন মণ্ডপে ভিড় জমান। কেউ পরিবার নিয়ে, কেউ বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে আসেন দেবীর কাছে প্রার্থনা জানাতে। ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টা থেকে পূজা শুরু হয়, আর দুপুরে অনুষ্ঠিত হয় অঞ্জলি। সন্ধ্যায় হয় মহাআরতি।

 

পুরান ঢাকার বাসিন্দা অনিরুদ্ধ রায় বলেন, “নবমীর বিশেষত্ব হলো ১০৮ পদ্মের পূজা। বলা চলে, এটাই শেষ পূজা। কারণ দশমীতে দেবীকে বিদায় জানাতে হবে। তাই সবার মন ভারাক্রান্ত হয়ে ওঠে।”

 

এমনই আবেগ প্রকাশ করেন বংশালের বাসিন্দা সজল দাসও। তিনি বলেন, “প্রথম তিন দিনে সবার মনে আনন্দ থাকলেও নবমীর সন্ধিপূজার পর থেকেই বিষাদের সুর বাজতে থাকে। কারণ তখনই বোঝা যায়, দেবী দুর্গা চলে যাবেন।”

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। সকালে হবে দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। দুপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিকালে বের হবে বিজয়া শোভাযাত্রা। এরপর রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে মোট ৩৩,৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ঢাকায়ই মণ্ডপের সংখ্যা ২৫৯টি, যা গত বছরের তুলনায় সাতটি বেশি।

 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মর্ত্যে আবির্ভূত হন। বিজয়া দশমীতে মূলত মানুষের মনে থাকা অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসাকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধন জোরদার করার বার্তা দেওয়া হয়।

 

পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা হাতির পিঠে আগমন করেছেন। বিশ্বাস করা হয়, গজে আগমন ও গমন বসুন্ধরাকে শস্যশ্যামলা করে। তবে দশমীতে দেবীর গমন দোলায় চড়ে, যা মহামারী বা দুর্ভিক্ষের পূর্বাভাস হিসেবে ধরা হয়।

 

ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। সেখান থেকেই দুর্গোৎসবের সূচনা বলে মনে করা হয়। শরৎকালে দেবীর আহ্বান জানানো হয়েছিল বলে এর নাম শারদীয় দুর্গাপূজা।

 

মহানবমীর দিনেই পূজার আনন্দময় আবহে ভক্তদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ঢাক-ঢোলের শব্দে মুখরিত হলেও অন্তরে বাজতে থাকে একটাই সুর—বিদায়ের। কারণ আগামীকাল বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাতে হবে কৈলাশে।

 

তবে বিশ্বাস অনুযায়ী, বিদায়ের মধ্য দিয়েই শুরু হয় নতুন অপেক্ষা—পরের বছর দেবী আবারও আসবেন মর্ত্যে, সন্তানদের ঘরে আনন্দের উৎসব নিয়ে।

সব খবর

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাঅষ্টমীতে কুমারী পূজা উদযাপিত

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাঅষ্টমীতে কুমারী পূজা উদযাপিত

ডিসেম্বরে নয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত

অমর একুশে বইমেলা ডিসেম্বরে নয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত

অস্থিরতা রুখতে ধৈর্য ও মানবিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

খাগড়াছড়িতে সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি অস্থিরতা রুখতে ধৈর্য ও মানবিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

নেত্রকোনার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেল জিআই স্বীকৃতি

নেত্রকোনার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেল জিআই স্বীকৃতি

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬ বিদেশি

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬ বিদেশি

নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান আর ভাঙা ঘরবাড়ি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান আর ভাঙা ঘরবাড়ি

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন বিভাগ গঠনের উদ্যোগ, অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন বিভাগ গঠনের উদ্যোগ, অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা