সর্বশেষ

দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা

এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০
এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা পরিষেবা

ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেল। সোমবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলা ও শিলিগুড়ির সহকারী হাইকমিশনে সব ধরনের কনসুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

কলকাতার বাংলাদেশ সহকারী হাইকমিশন জানিয়েছে, ‘নিরাপত্তা’ নিয়ে উদ্বেগই এই সিদ্ধান্তের মূল কারণ। অভিযোগ করা হয়েছে, শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চসহ কয়েকটি সংগঠনের সদস্যরা ভাঙচুর চালায়। এর আগে ঢাকার দাবি ছিল, দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একদল ‘হিন্দু মৌলবাদী’ ভেতরে প্রবেশ করে এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।  

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে কিছু যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে স্লোগান দিয়েছিল, তবে তারা নিরাপত্তা ভেদ করেনি। ভারতীয় পক্ষ নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।  

 

কূটনৈতিক মহলের মতে, নয়াদিল্লি যখন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল, তখন ঢাকা একইভাবে ‘টিট-ফর-ট্যাট’ বা পাল্টা জবাব দিল। নিরাপত্তার অজুহাত থাকলেও এর মাধ্যমে ভারতীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছে মূহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার।  

 

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশে নতুন করে অশান্তি শুরু হয়েছে। এর মধ্যে ভারত প্রথমে ঢাকা, পরে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশও দিল্লি, আগরতলা এবং শিলিগুড়িতে কনসুলার পরিষেবা স্থগিত করে।  

 

নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে দুই দেশই একে অপরের উপর চাপ সৃষ্টি করছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে এবং ভবিষ্যতে কূটনৈতিক আলোচনায় নতুন উত্তেজনা যোগ হতে পারে।

সব খবর

আরও পড়ুন

ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শুভ বড়দিন আজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপন, গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের চিঠি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ, বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

রমজানে আয়োজন নিয়ে উদ্বেগ অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

হত্যা–সহিংসতা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বেড়েছে ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বেড়েছে ট্রেনের ভাড়া

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকার বীর উত্তমের প্রয়াণ

জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকার বীর উত্তমের প্রয়াণ

ভারতের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব

হিন্দুস্থান টাইমসে হর্ষবর্ধন শ্রীংলার কলাম ভারতের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে: রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্ধৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত