বিশ্বজুড়ে অবাধ ভ্রমণ সুবিধার মানদণ্ড হিসেবে পরিচিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬–এ বাংলাদেশের অবস্থান আবারও হতাশাজনক। সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশী পাসপোর্টের অবস্থান ৯৫তম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্বল অবস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সংঘাতের মধ্যে থাকা উত্তর কোরিয়া (৯৩তম) এবং ফিলিস্তিন (৯৪তম)–এর পাসপোর্টও এখন বাংলাদেশের চেয়ে বেশি শক্তিশালী।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশী পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ৪০টির মতো দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান। বৈশ্বিক কূটনীতি, ভিসা আলোচনা এবং আন্তর্জাতিক আস্থার দিক থেকে এটি বাংলাদেশের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে দুর্বল কূটনৈতিক উদ্যোগ, শাসনব্যবস্থা ও মানবাধিকার নিয়ে প্রশ্ন, এবং বৈশ্বিক রাজনীতিতে সীমিত কার্যকর ভূমিকার ফলেই বাংলাদেশ এই অবস্থানে আটকে আছে।
এর বিপরীতে, ২০২৬ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৮৮টি)। ইউরোপের একাধিক দেশ যৌথভাবে তৃতীয় ও চতুর্থ অবস্থান দখল করেছে, যা কূটনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের তুলনায় ভারত রয়েছে ৮০তম, আর পাকিস্তান ৯৮তম অবস্থানে। গৃহযুদ্ধবিধ্বস্ত মিয়ানমারও ৮৯তম অবস্থানে থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এই তুলনামূলক চিত্র বাংলাদেশি নীতিনির্ধারকদের জন্য অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরে।
গত দুই দশকে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে সংযুক্ত আরব আমিরাত—২০০৬ সালের পর থেকে ১৪৯টি নতুন গন্তব্যে ভিসামুক্ত সুবিধা যোগ করে তারা এখন ৫ম স্থানে। অন্যদিকে, এক বছরে সবচেয়ে বেশি অবনতি হয়েছে যুক্তরাজ্যের, আর যুক্তরাষ্ট্র কোনোমতে ১০ম স্থানে রয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেন, পাসপোর্টের শক্তি এখন শুধু ভ্রমণের প্রশ্ন নয়; এটি অর্থনৈতিক সুযোগ, নিরাপত্তা এবং বৈশ্বিক অংশগ্রহণের সক্ষমতার প্রতীক। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে দেখাচ্ছে—আন্তর্জাতিক পরিসরে দেশটি ক্রমেই পিছিয়ে পড়ছে।
তালিকার একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০১তম)। শীর্ষ দেশ সিঙ্গাপুর ও সর্বনিম্ন আফগানিস্তানের মধ্যে ব্যবধান এখন ১৬৮টি গন্তব্য—যা বৈশ্বিক বৈষম্যের নগ্ন চিত্র।