সম্মানী পাচ্ছেন না বিটিভির শিল্পীরা, চেক বাউন্স হওয়া নিয়ে ক্ষোভ
সম্মানী না পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পীরা। তারা জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরও পারিশ্রমিক পাচ্ছেন না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা বাউন্স করছে।
এক বছর পর হঠাৎ নৈতিক জাগরণে প্রশ্ন শিল্পকলা একাডেমিতে ‘আইন লঙ্ঘন’ বিতর্কে চার সদস্যের পদত্যাগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরো চারজন সদস্য। নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর এবং নৃত্যশিল্পী র্যাচেল অ্যাগনেস প্যারিস বুধবার মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।