জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সবসময়েই খবরের শিরোনামে থাকেন। কখনো গান, কখনো অভিনয়,কখনো প্রেম, বিয়ে, বিচ্ছেদ।
আবারও তাহসানের ব্যাক্তিজীবন নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান খান নিজেই। তিনি জানান তার স্ত্রী রোজা আহমেদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। মানসিক ও শারিরীকভাবে তিনি বিপর্যস্ত।
এক বছর আগে বিয়ে হলেও বিবাহ বার্ষিকীতে তাদের দুজনকে একসাথে দেখা না যাওয়ার কারণে নেটিজেনদের মধ্যে দুজনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশেষে তাহসানের স্বীকারোক্তির মাধ্যমে গুঞ্জন সত্যি হলো। তাহসান এবং রোজার বিবাহ বার্ষিকীতে দুজনের যেসব ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে সম্পর্কে তাহসান বলেন তার জন্মদিনে স্ত্রী রোজা তার সাথে ছিলো না।
তাহসান বলেছেন আপাতত তিনি প্রকাশ্যে কিছু বলতে চান না। বিষয়টি অনেক বড় এবং সবকিছু চুডান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। তার ভাষায় গত সেপ্টেম্বরে তিনি অষ্ট্রেলিয়া ট্যুরে যান, সেই ট্যুরের আগে থেকেই তিনি আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
বর্তমানে তাহসান একা একা ভ্রমন করছেন, বই পড়ছেন। তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন যেনো এই বিরূপ সময় তিনি দ্রুত পার করতে পারেন।