সর্বশেষ

“ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হবেই”

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্দোলন–গণসংযোগ জোরদারের নির্দেশ শেখ হাসিনার

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৫
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্দোলন–গণসংযোগ জোরদারের নির্দেশ শেখ হাসিনার

বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা এবং ভবিষ্যৎ আন্দোলন–সংগঠন পরিচালনার রূপরেখার নির্দেশনা দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে ভার্চুয়ালি আয়োজিত এই সভাটি বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ফেইসবুকে পেইজে সরাসরি সম্প্রচারিত হয়। 

 

বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি কারাগারে বন্দি নেতাকর্মীদের প্রতিও শুভকামনা জানান এবং আন্দোলন–সংগ্রামে নিহত ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। আহত ও নির্যাতিতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, ছাত্রলীগের ত্যাগ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

 

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রামের অংশ হিসেবেই ছাত্রলীগ গড়ে তুলেছিলেন। ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকালে নির্যাতিত মা–বোনদের স্মরণ করেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার কথা উল্লেখ করেন এবং বলেন, এই হত্যাকাণ্ডের পর থেকেই ইতিহাস বিকৃতির চেষ্টা শুরু হয়। তিনি বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং সময়ের সঙ্গে সত্য আবার প্রকাশিত হয়।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শেখ হাসিনা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী আখ্যা দেন। তিনি বলেন, যাদের জনগণের ম্যান্ডেট নেই, যারা চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারাই জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। নির্বাচন ছাড়া নিষেধাজ্ঞা আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের শক্তিই আওয়ামী লীগ ও ছাত্রলীগের একমাত্র শক্তি।

 

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং নিষেধাজ্ঞা মানা হবে না। ছাত্রলীগের আদর্শ, ইতিহাস ও অর্জন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার আহ্বান জানান তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনকে প্রস্তুত করা এবং ভবিষ্যৎ আন্দোলনের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেন শেখ হাসিনা।

 

তিনি কারাগারে বন্দি নেতাকর্মীদের আইনি সহায়তা, জামিন, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে ছাত্রলীগকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রবাসীদের সহযোগিতা সংগ্রহের পাশাপাশি ছাত্রলীগকে তথ্য সংগ্রহ ও সমন্বিত সহায়তার ওপর গুরুত্ব দিতে বলেন। পাশাপাশি সাবেক ছাত্রনেতাদের নিজ নিজ ব্যাচের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে অভিজ্ঞতাকে কাজে লাগানোর নির্দেশ দেন।

 

গণসংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, পেশাজীবী, শ্রমজীবী, কৃষক, বুদ্ধিজীবী, অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়সহ তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য লিফলেট, পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি বর্তমান সময়ে সংঘটিত নির্যাতন, সহিংসতা ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

 

বক্তব্যে সংখ্যালঘু নির্যাতন, শিক্ষক লাঞ্ছনা, আইনশৃঙ্খলার অবনতি এবং মব সন্ত্রাসের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার চাওয়ার অধিকার সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নিরীহ রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

 

বক্তব্যের শেষাংশে শেখ হাসিনা দেশকে এই “দুঃশাসন” থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণ এখন দিশাহারা, ছাত্রলীগকেই তাদের পথ দেখাতে হবে। চলমান আন্দোলনে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করে তিনি নেতাকর্মীদের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সংযুক্ত ছিলেন এবং বক্তব্য দেন।

সব খবর

আরও পড়ুন

“ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

গণ অধিকার পরিষদ ছাড়া নিয়ে রেজা কিবরিয়া “ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

চিকিৎসায় অবহেলার অভিযোগ কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

হাইকোর্টের রুল জারি নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

একান্ত সাক্ষাৎকারে ড. শাহদীন মালিক ‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

উত্তরবঙ্গ সফর স্থগিত বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত

‘চ্যুজ এন্ড পিক’ ভোটের আশঙ্কা ঘনীভূত কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত