সর্বশেষ

‘লকডাউন’ ঘিরে স্থবির রাজধানী

দেশজুড়ে ২০ এর অধিক হামলা, ঢাকায় মোড়ে মোড়ে কঠোর চেকপোস্ট

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩০
দেশজুড়ে ২০ এর অধিক হামলা, ঢাকায় মোড়ে মোড়ে কঠোর চেকপোস্ট

ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের আগের দিন, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০টির অধিক চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে রয়েছে একটি ব্যাংক, আটটি বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় অগ্নিসংযোগ; পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে পেট্রোল বোমা হামলা।

 

রাজধানী ঢাকায় অন্তত চার স্থানে বাসে আগুন দেওয়া হয়। গাজীপুরে তিনটি স্থানে এবং আশুলিয়ায় একটি স্থানে একইভাবে হামলার ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে আহত হন এক আনসার সদস্য। তেজগাঁও রেলস্টেশনে পরিত্যক্ত ট্রেনে আগুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, কাকরাইল ও মিরপুরে আগুন—সব মিলিয়ে রাজধানীতে লকডাউনের আগেই ভয়াবহ অস্থিরতা ছড়িয়েছে।

 

 

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। আমিনবাজার, গাবতলী, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, বুধবার রাত পর্যন্ত ঢাকাসহ সারাদেশে অন্তত ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসবই ও আসবাবপত্র পুড়ে গেছে। গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলার চেষ্টাও করা হয়, যদিও কোনো ক্ষতি হয়নি। উল্লেখ্য, এই দুটি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন।

 

 

রাজধানীর মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ ও হেলমেট পরা চারজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে স্কুলে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ফটকে ‘লকডাউন বিএসএল’ লেখা কাগজ ঝুলিয়ে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ। এ ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে।

 

এছাড়া র‌্যাব-২ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে। ধানমন্ডি ও আগারগাঁওয়েও ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। গাজীপুরে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়। আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন ও গুলির ঘটনায় চালক আহত হন। নারায়ণগঞ্জের জালকুড়িতে একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

 

 

সারাদেশেই বুধবার রাত পর্যন্ত কমপক্ষে ১০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নোয়াখালী ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় অভিযান চলছে।

 

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ সাতজনকে আটক করেছে। সিলেটে ছাত্রলীগের নয় কর্মী ও রূপগঞ্জে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ আজ বৃহস্পতিবার কার্যকর হবে। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে নীরবতা ও জনশূন্যতা। বুধবার সড়কে যানবাহনের চাপ কম, অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ছিল সীমিত, আর সর্বত্র সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

মঙ্গলবার রাত থেকেই রাজধানীর সড়কগুলোতে মানুষের উপস্থিতি কমে যায়। বুধবার সকালে শাহবাগ, মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি, কারওয়ান বাজার ও হাতিরঝিল ঘুরে দেখা গেছে সড়কে গণপরিবহন চললেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম। অনেক অফিস সময়সূচি পরিবর্তন করেছে, বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ দিয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আগাম তথ্যের ভিত্তিতে অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে, যাতে আওয়ামী লীগ লকডাউন সফল করতে না পারে।

সব খবর

আরও পড়ুন

দেশজুড়ে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউনে অচল জনজীবন

ক্যাঙ্গারু কোর্টের রায়ে জনরোষ দেশজুড়ে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউনে অচল জনজীবন

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণহীন ও হাস্যকর

আইনজ্ঞদের বিশ্লেষণ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণহীন ও হাস্যকর

রায় প্রত্যাখ্যান করে দেশব্যাপী মঙ্গলবার সকাল–সন্ধ্যা শাটডাউনের ডাক

শেখ হাসিনার ফাঁসির আদেশে আওয়ামী লীগের প্রতিক্রিয়া রায় প্রত্যাখ্যান করে দেশব্যাপী মঙ্গলবার সকাল–সন্ধ্যা শাটডাউনের ডাক

শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ‘প্রহসনমূলক’ অভিহিত করে প্রত্যাখ্যান

১০০১ প্রগতিশীল বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ‘প্রহসনমূলক’ অভিহিত করে প্রত্যাখ্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমায়েশি ফাঁসির রায় ঘোষণা

শেখ হাসিনার বিচারের নামে প্রহসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমায়েশি ফাঁসির রায় ঘোষণা

“আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন, রায় নিয়ে পরোয়া করি না!”

রায়ের আগে শেখ হাসিনার আত্মবিশ্বাসী অডিওবার্তা “আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন, রায় নিয়ে পরোয়া করি না!”

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে সহিংসতার আশঙ্কা

রায়ের আগেই জয়ের সতর্কবার্তা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে সহিংসতার আশঙ্কা

চট্টগ্রামে বিক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে; মাগুরায় সড়ক অবরোধ

বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূল চট্টগ্রামে বিক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে; মাগুরায় সড়ক অবরোধ