সর্বশেষ

সিপিবিতে নতুন নেতৃত্ব

সাজ্জাদ জহির চন্দন সভাপতি, ক্কাফী রতন সাধারণ সম্পাদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
সাজ্জাদ জহির চন্দন সভাপতি, ক্কাফী রতন সাধারণ সম্পাদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নতুন নেতৃত্ব পেয়েছে। চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন, আর সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল ক্কাফী রতন। দুজনই এর আগে দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির ভোটে ৪৩ সদস্য নির্বাচিত হন। এরপর বুধবার সকালে অনুষ্ঠিত বৈঠকে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

কংগ্রেস শুরুর সময়ই জানা যায়, বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স এবার নেতৃত্বে থাকছেন না। প্রিন্স নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন, “শাহ আলম-প্রিন্স থাকছে না, নতুন নেতৃত্ব আসছে।”

 

নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন দীর্ঘদিন বামপন্থি ছাত্র ও কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

 

অন্যদিকে নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হন এবং ১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

 

কংগ্রেসে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধন, রাজনৈতিক কর্মপরিকল্পনা, শোক প্রস্তাব ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সব কার্যক্রম শেষে সোমবার রাতে নির্বাচনী ফল ঘোষণার পর সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গান গেয়ে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এছাড়া নতুন নেতৃত্বের সঙ্গে সিপিবির আট সদস্যের সভাপতিমণ্ডলীও ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও মো. আমিনুল ফরিদ।

 

নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, সিপিবি আগামী দিনে শোষণ-বৈষম্যবিরোধী সংগ্রামকে আরও জোরদার করবে এবং দেশের বাম গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব খবর

আরও পড়ুন

রাজধানীতে আওয়ামী লীগের বৃহৎ মিছিল, গণগ্রেপ্তার সত্ত্বেও নেতাকর্মীদের দৃঢ় অবস্থান

রাজধানীতে আওয়ামী লীগের বৃহৎ মিছিল, গণগ্রেপ্তার সত্ত্বেও নেতাকর্মীদের দৃঢ় অবস্থান

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে নির্বাচন ভালো হবে না: জি এম কাদের

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে নির্বাচন ভালো হবে না: জি এম কাদের

নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

৫ রাজনীতিক নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

৫ রাজনীতিক নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন, ফরিদপুরে অবরোধ কর্মসূচি স্থগিত

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন, ফরিদপুরে অবরোধ কর্মসূচি স্থগিত

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ

রাজনৈতিক কথামালা ছলনা, পরিসংখ্যান বলছে ভিন্ন বাস্তবতার গল্প

বাংলাদেশ-ভারত বাণিজ্য প্রভাব রাজনৈতিক কথামালা ছলনা, পরিসংখ্যান বলছে ভিন্ন বাস্তবতার গল্প

রিজভীর দাবি, নির্দিষ্ট সংগঠনকে জয়ী করতে চেয়েছে কর্তৃপক্ষ

ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ রিজভীর দাবি, নির্দিষ্ট সংগঠনকে জয়ী করতে চেয়েছে কর্তৃপক্ষ