আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন করতে হলে ক্যাডার ও লাঠিসোঁটা নিয়ে মারামারিতে নামতে হবে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল। যেখানে প্রার্থীরা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু বাস্তবে সেই পরিবেশ দেখা যাচ্ছে না। নির্বাচন সামনে রেখে যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়ার কথা, তা কার্যত অনুপস্থিত বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তার ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। এছাড়া দলের কর্মীদের তুলে নেওয়ার অভিযোগও করেন তিনি। এসব ঘটনার মাধ্যমে তাকে এবং তার দলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে বলে দাবি করেন আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি আরও বলেন, তাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন। তবে হুমকি দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই জুলাই আন্দোলনের পক্ষে ছিল। অথচ এখন উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে, তারা নাকি ওই আন্দোলনের বিরোধী ছিল। এই অপপ্রচারের কারণে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর মব সন্ত্রাস চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টিই প্রথম রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল। অথচ এখন রাজনৈতিক প্রতিপক্ষের স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে। নির্বাচনী সহিংসতা, হামলা ও ভয়ভীতির রাজনীতি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।