সর্বশেষ

সুষ্ঠু ভোট নিয়ে সংশয়

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন আনিসুল ইসলাম মাহমুদ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬, ১২:০০
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন আনিসুল ইসলাম মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন করতে হলে ক্যাডার ও লাঠিসোঁটা নিয়ে মারামারিতে নামতে হবে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল। যেখানে প্রার্থীরা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু বাস্তবে সেই পরিবেশ দেখা যাচ্ছে না। নির্বাচন সামনে রেখে যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়ার কথা, তা কার্যত অনুপস্থিত বলে মন্তব্য করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তার ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। এছাড়া দলের কর্মীদের তুলে নেওয়ার অভিযোগও করেন তিনি। এসব ঘটনার মাধ্যমে তাকে এবং তার দলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে বলে দাবি করেন আনিসুল ইসলাম মাহমুদ।

 

তিনি আরও বলেন, তাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেন। তবে হুমকি দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

 

জুলাই আন্দোলন প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই জুলাই আন্দোলনের পক্ষে ছিল। অথচ এখন উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে, তারা নাকি ওই আন্দোলনের বিরোধী ছিল। এই অপপ্রচারের কারণে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর মব সন্ত্রাস চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টিই প্রথম রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল। অথচ এখন রাজনৈতিক প্রতিপক্ষের স্বার্থে ইতিহাস বিকৃত করা হচ্ছে। নির্বাচনী সহিংসতা, হামলা ও ভয়ভীতির রাজনীতি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।

সব খবর

আরও পড়ুন

“ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

গণ অধিকার পরিষদ ছাড়া নিয়ে রেজা কিবরিয়া “ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

চিকিৎসায় অবহেলার অভিযোগ কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

হাইকোর্টের রুল জারি নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

একান্ত সাক্ষাৎকারে ড. শাহদীন মালিক ‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

উত্তরবঙ্গ সফর স্থগিত বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত

‘চ্যুজ এন্ড পিক’ ভোটের আশঙ্কা ঘনীভূত কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত