সর্বশেষ

তারুণ্যের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের ডাক তারেক রহমানের, ‘ফ্যাসিস্ট’ ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান ফখরুলের

Md Ahad পাবনা
প্রকাশিত: ৩ অগাস্ট ২০২৫, ২১:৩৪
ছাত্রদলের সমাবেশে তারেক রহমান তরুণ ভোটারদের ধানের শীষে প্রথম ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, 'ফ্যাসিবাদ' তাদের অধিকার কেড়ে নিয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানে পরিকল্পনার কথা তুলে ধরে উগ্রবাদ-চরমপন্থা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চলছে বলে সতর্ক করেন। মির্জা ফখরুল শেখ হাসিনাকে পাশের দেশে বসে ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ অপেক্ষায় আছে। তিনি বলেন, ছাত্র আন্দোলনই হবে নতুন বাংলাদেশের চালিকা শক্তি।
তারুণ্যের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের ডাক তারেক রহমানের, ‘ফ্যাসিস্ট’ ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান ফখরুলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত দেড় দশকে দেশের ভোটার তালিকায় যুক্ত হওয়া প্রায় ৪ কোটি নতুন তরুণ ভোটারের অধিকার ‘ফ্যাসিবাদী চক্র’ ছিনিয়ে নিয়েছে। সেই হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সামনে এসেছে উল্লেখ করে তিনি তরুণদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

 

 

রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া এক বক্তব্যে তারেক রহমান বলেন, “তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ছাত্রদলের কর্মীদের নিজেদেরকে যোগ্য হিসেবে প্রস্তুত করতে হবে।”

 

তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশে শিক্ষা, কর্মসংস্থান ও গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি উগ্রবাদ-চরমপন্থা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চলছে। এই প্রবণতা রোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

তারেক রহমান জানান, দেশের শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমস্যা-সম্ভাবনা নিয়ে সুপারিশসহ প্রতিবেদন তৈরির নির্দেশও তিনি দিয়েছেন। একইসঙ্গে স্কুল পর্যায় থেকেই তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নতুন একটি সূর্য উঠেছে, যা আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। আমরা হারিয়েছি অনেক ছাত্র, যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র মোকাবিলা করার।”

 

তিনি অভিযোগ করেন, “আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র করছেন। দেশের মানুষ এখন ফেব্রুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে।”

 

ছাত্রদলের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন। তারা সবাই দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ডাক দেন।

 

বক্তব্যে বারবারই উঠে আসে ‘ফ্যাসিবাদ’, ‘ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা’, ‘উন্নত শিক্ষা ব্যবস্থা’, ‘তরুণদের অংশগ্রহণ’ ও ‘স্বাধীনতা-সুশাসনের’ প্রত্যাশা।

 

নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ছাত্র আন্দোলনই হবে আগামী গণ-আন্দোলনের প্রধান চালিকাশক্তি।

রাজনীতি থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

‘যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো’: কাদের সিদ্দিকী

লতিফ সিদ্দিকীর জামিন ‘যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো’: কাদের সিদ্দিকী

১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিতে অটল আওয়ামী লীগ

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরতার নির্দেশ ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিতে অটল আওয়ামী লীগ

ইউএনডিপিকে সতর্ক করে চিঠি পাঠালো আওয়ামী লীগ

নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ ইউএনডিপিকে সতর্ক করে চিঠি পাঠালো আওয়ামী লীগ

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্রসংসদ নির্বাচন নিয়ে নুরের অভিযোগ সমর্থন করলেন রাশেদ খান

‘৫০০ টাকায় ভোট বিক্রির’ সংস্কৃতি বিশ্ববিদ্যালয়েও ছাত্রসংসদ নির্বাচন নিয়ে নুরের অভিযোগ সমর্থন করলেন রাশেদ খান

এবার জামায়াত নিষিদ্ধের আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল

‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধ’ এবার জামায়াত নিষিদ্ধের আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল

ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, আজ ৪৬ জন সহ ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার

ঢাকায় স্বতঃস্ফূর্ত মিছিল বাড়ছে ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, আজ ৪৬ জন সহ ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার