সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
আপিলের প্রথম দিনে ৫১ জনের প্রার্থিতা ফিরল, একজনের বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিল ও বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিনেই বড় ধরনের পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা যাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন—এমন একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

প্রথম দিন মোট ৭০টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৬৭টি আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং তিনটি আবেদন সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

 

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এদিন ৫২টি আপিল আবেদন মঞ্জুর এবং ১৫টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর হওয়া আবেদনের মধ্যে শুনানিতে অনুপস্থিত থাকা দুজন প্রার্থীর আবেদনও রয়েছে। তিনটি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য পেন্ডিং রাখা হয়েছে।

 

আপিল মঞ্জুর হওয়ায় যেসব প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর এএইচএম হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাসদ, জাগপা, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এসব প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাইয়ে বাতিল করেছিলেন। পরে তারা নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে প্রার্থিতা পুনর্বহাল হয়।

 

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও বিএনপি প্রার্থী এম এ হান্নান এর বিরুদ্ধে আপিল করেন। আপিলে একরামুজ্জামানের বিরুদ্ধে মামলা ও পলাতক থাকার অভিযোগ উত্থাপন করা হয়। কমিশন সেই আপিল মঞ্জুর করায় একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল হয়ে যায়।

 

এদিন আরও ১৫ জন আপিলকারীর আবেদন নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। ফলে এসব প্রার্থীর প্রার্থিতা আর ফিরল না। বিভিন্ন আসনের স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরা এই তালিকায় রয়েছেন।

 

এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী মিলিয়ে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।

 

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা নির্ধারিত হবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 

ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১০ জানুয়ারি শুরু হওয়া এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানি শেষে প্রতিদিনের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

সব খবর

আরও পড়ুন

“ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

গণ অধিকার পরিষদ ছাড়া নিয়ে রেজা কিবরিয়া “ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না”

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

চিকিৎসায় অবহেলার অভিযোগ কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন প্রলয় চাকী

নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

হাইকোর্টের রুল জারি নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল

‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

একান্ত সাক্ষাৎকারে ড. শাহদীন মালিক ‘যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব’

বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

উত্তরবঙ্গ সফর স্থগিত বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত

‘চ্যুজ এন্ড পিক’ ভোটের আশঙ্কা ঘনীভূত কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বিতর্ক ও পাবনার নির্বাচন স্থগিত

লটারিতে নিয়োগ পাওয়া ডিসি-এসপিদের ‘দলীয়’ আখ্যা দিয়ে বদলের দাবি জামায়াতের

লটারিতে নিয়োগ পাওয়া ডিসি-এসপিদের ‘দলীয়’ আখ্যা দিয়ে বদলের দাবি জামায়াতের