বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার করছে। বৃহস্পতিবার বিকালে গুলশানস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনগণ আশা করছে একটি লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল সমান সুযোগ পাবে। কিন্তু গত কয়েকদিনে দেখা যাচ্ছে নানা উপায়ে সেই পরিবেশ নষ্ট করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি দল তাদের প্রতীকে ভোট দিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে।
মাহদী আমিন আরও বলেন, প্রবাসীদের ভোটদান এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। অথচ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত শত ব্যালট একটি নির্দিষ্ট দলের কর্মীদের হাতে থাকার খবর ভাইরাল হয়েছে। সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও কোথাও একজনের নাম্বার দিয়ে অন্যজনের পোস্টাল ব্যালট সংগ্রহ করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক নিচের দিকে রাখা হয়েছে, ফলে সহজে দেখা যায় না। অথচ প্রতিদ্বন্দ্বী দলের প্রতীক সহজে চোখে পড়ে এমন জায়গায় রাখা হয়েছে। চাইলে প্রতীকের অবস্থান পুনর্বিন্যাস করে এ বৈষম্য দূর করা যেত।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির কয়েকজন প্রার্থী অতীতে বিদেশে থাকায় নাগরিকত্ব নিয়েছিলেন। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাঁরা নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন। তবুও নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে।
তিনি অভিযোগ করেন, অন্যান্য দল তাদের প্রতীকসহ সরাসরি ভোট চাইছে, অথচ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত সফরে কবর জিয়ারতে যেতে চাইলে নির্বাচন কমিশন তা স্থগিত করতে অনুরোধ করেছে। তিনি সেই অনুরোধ মেনে সফর বাতিল করেছেন, কিন্তু অন্যরা নিয়ম ভঙ্গ করেই চলেছেন।
মাহদী আমিন জানান, তারেক রহমানের কন্যার অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাই করা হয়েছে। এর বাইরে কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। বিএনপির আইসিটি দপ্তর ইতিমধ্যে ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ অপসারণ করেছে, যেগুলো থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও ছড়ানো হচ্ছিল। একইভাবে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে খোলা ফেক পেজ থেকেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন, ডা. জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।
তিনি জানান, নির্বাচনের সময়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিএনপি কল সেন্টার চালু করেছে। ১৬৫৪৩ নম্বরে কল করে যেকোনো তথ্য, অভিযোগ বা মতামত জানানো যাবে। এছাড়া জনমত তৈরির জন্য ‘Match My Policy’ ওয়েবসাইট চালু করা হয়েছে।
মাহদী আমিন বলেন, তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবে।