আর্মচেয়ার প্রবৃত্তির আর্মচেয়ার নেশন: ফেরার পথ নেই, থাকে না কোনোকালে?
সামাজিক যোগাযোগমাধ্যমের উত্থান আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছে। আগে যেখানে মতামত প্রকাশের জন্য দরকার হতো একটি সংবাদপত্রের কলাম, একটি সংগঠিত সভা, অথবা কোনো প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম, এখন একটি মোবাইল স্ক্রিন আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট। এর ফলে আমরা প্রত্যেকেই হয়ে উঠেছি মতামতদাতা, বিশ্লেষক, এমনকি বিশেষজ্ঞ। এই সহজলভ্য মতপ্রকাশের স্বাধীনতা আমাদের মধ্যে তৈরি করেছে এক নতুন জাতিগত বৈশিষ্ট্য।