অপরাধ ও চাঁদাবাজি বেড়েই চলেছে, অস্থির নিরাপত্তা পরিস্থিতিতে জনমনে আতঙ্ক
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ নানা অপরাধ বেড়ে সাধারণ মানুষের জীবনকে করছে অনিরাপদ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৪০টি হত্যা, দস্যুতা, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের মামলা হয়েছে। গত বছরের গড় ছিল মাসে ৪৪৫টি। অর্থাৎ এ বছর গড়ে মাসে ৯৫টি মামলা বেড়েছে।