স্বর্ণসম্রাট মানসা মুসা: আফ্রিকার ইতিহাসে এক বিস্ময়
মানসা মুসা—একটি নাম, যা শুধু মালির ইতিহাস নয়, বিশ্ব অর্থনীতি ও সংস্কৃতির ধারায়ও এক কিংবদন্তি। ১৪শ শতকে তাঁর নেতৃত্বে মালি সাম্রাজ্য পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী রাষ্ট্রে। ইতিহাসবিদদের মতে, সেই সময় বিশ্বের অর্ধেক সোনার সরবরাহ নিয়ন্ত্রণ করতেন মানসা মুসা। তাঁর রাজত্বে বাণিজ্য, শিক্ষা, স্থাপত্য ও ধর্মীয় চর্চার অভূতপূর্ব বিস্তার ঘটে।