ঢাকার মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য রিচার্জ সুবিধায় আসছে বড় পরিবর্তন। এখন আর স্টেশন কাউন্টার বা ব্যাংকের বুথে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই অনলাইনে মেট্রোরেলের স্থায়ী কার্ড—র্যাপিড পাস ও এমআরটি পাস—রিচার্জ করা যাবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে এই সেবা চালু হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন এ উদ্যোগের উদ্বোধন করবেন।
শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে। ডিসেম্বর থেকে চালু হবে একটি নতুন অ্যাপ, যাতে আরও সহজে ও দ্রুত রিচার্জ সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষ বলছে, এটি চালু হলে যাত্রীদের স্টেশনে ভিড় কমবে এবং সেবা আরও আধুনিক হবে।
রিচার্জ প্রক্রিয়া:
ডিটিসিএর ওয়েবসাইট বা অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর লগইন করে রিচার্জ অপশনে যেতে হবে। এরপর কার্ড নির্বাচন করে (র্যাপিড পাস বা এমআরটি পাস) বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ডসহ যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে টাকা পরিশোধ করা যাবে। তবে অনলাইনে টাকা যোগ করার পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড একবার স্পর্শ করলেই রিচার্জ সম্পূর্ণ হবে।
অনলাইনে লোড করা টাকা এভিএমে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং ৩ মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত যাবে, যদিও ১০% সার্ভিস চার্জ কাটা হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেও রিফান্ড নিতে পারবেন—এ ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য।
ডিটিসিএ জানায়, মেট্রোরেলের ১৬ স্টেশনে ৩২টি নতুন এভিএম স্থাপন করা হচ্ছে। উত্তরা–মতিঝিল অংশের সব স্টেশনে যন্ত্র বসানোর কাজ ২১–২২ নভেম্বরের মধ্যে শেষ হবে।