১৩ মাসে ৪০ হাজার মামলা, ৭ অপরাধে বাড়ছে সামাজিক অস্থিরতা
দেশে হত্যা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি—এই সাত ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ অপরাধবিষয়ক মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মাত্র ১৩ মাসে এসব ঘটনায় সারা দেশে ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে। গড়ে প্রতি মাসে ৩ হাজার ৭২টি এবং প্রতিদিন ১০২টি মামলা রেকর্ড হয়েছে।