এক জীবনে কতজনকে সামলাতে পারে আমাদের মস্তিষ্ক?
বন্ধু, আত্মীয়, সহকর্মী, পাড়ার লোক, ফেসবুক ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফলোয়ার; জীবনে কতজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে? আর কতজনকে আমরা সত্যিই “সামলাতে” পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্কের সামাজিক ক্ষমতা সীমিত। আর সেই সীমার নাম “ডানবার নম্বর”।