অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক সচিব
অবসরপ্রাপ্ত সচিব ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনভিজ্ঞ উপদেষ্টাদের নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সেমিনারে প্রশাসনের দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাত ও আস্থার সংকট নিয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রশাসনকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। জনপ্রশাসন সচিব জানান, আইনের অভাব নেই, প্রয়োগের সাহসের অভাব রয়েছে।