পাকিস্তান থেকে ব্যবসা গুটাচ্ছে পিঅ্যান্ডজি, উদ্বেগে ভোক্তারা
অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক প্রসাধনী কোম্পানি প্রক্টার অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। ফলে দেশটির বাজারে জনপ্রিয় ব্র্যান্ড যেমন—জিলেট, হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, টাইড, ওরাল-বি, ওল্ড স্পাইস, এরিয়েল—ধীরে ধীরে অনুপস্থিত হয়ে পড়ছে। এতে সাধারণ ভোক্তারা যেমন উদ্বিগ্ন, তেমনি বিকল্প পণ্যের মান নিয়েও প্রশ্ন উঠছে।