কোন পথে হাঁটবে আওয়ামী লীগ?
ইতিহাসের এক অন্ধকার পর্বে বাংলাদেশ। দেশে এখন কার্যত নাৎসি শাসন চলছে। আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতা-কর্মী ঘর ছাড়া। হত্যা, ধর্ষণ, গুম, অগ্নি সংযোগ, লুটপাট, মামলা, হামলা, গ্রেফতার, দখল, মব জাস্টিস, চাঁদাবাজি, সংখ্যালঘু নির্যাতন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, গণমাধ্যমের কন্ঠরোধ..... চলছেই। এমন নৈরাজ্যময় পরিস্থিতির উদাহরণ বিশ্ব ইতিহাসে বিরল। আওয়ামী লীগ সমর্থক যে ৩৫ শতাংশ ভোটার রয়েছে তাদের জীবনও সংকটাপন্ন। মুক্তচিন্তক বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও আজ বিপন্ন।