গত সাত মাসে ৪৮৯ জন আদিবাসী মানবাধিকার লঙ্ঘনের শিকারঃ কাপেং ফাউন্ডেশনের প্রতিবেদন
কাপেং ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ৪৮৯ জন আদিবাসী নাগরিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। ভূমি দখল, যৌন সহিংসতা, মিথ্যা মামলা, নির্বিচার গ্রেফতার ও ধর্মান্তরের ঘটনা বেড়েছে, বিশেষত পার্বত্য চট্টগ্রামে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে বলে সংগঠনটি জানিয়েছে এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।