বিদেশী টনিকের চুটকিতে বদলিয়া যাইবে বাংলা
বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি যে চট্টগ্রাম বন্দরের গোপন গুদামে লুকায়িত ছিল, তাহা আমরা এতকাল জানিতাম না। সম্প্রতি সেই গুদামের তালা খুলিয়া দেখা গেল—আয় আছে, কিন্তু ব্যয়ও আছে; আর আছে অব্যবস্থাপনার মহোৎসব। অতঃপর, আমাদের প্রাজ্ঞ নীতিনির্ধারকেরা ভাবিলেন, “দেশি দিয়ে আর কুলাবে না, বিদেশী চাই!”