নারীপ্রেমে উন্মত্ত জামায়াত: তিন শূন্যের মহাপরিকল্পনা
যে দেশে সূর্য ওঠে নারীর কপালে, সে দেশে আজ এক মহাপুরুষের আবির্ভাব ঘটিয়াছে, যিনি নারীর দুঃখে কাতর, নারীর ক্লান্তিতে বিমর্ষ, নারীর ধূলায় আক্রান্ত মুখে অশ্রুপাত করেন। তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামের মহামান্য আমির। তিনি ঘোষণা দিয়াছেন, নারীর কষ্ট তিনি সহ্য করিতে পারেন না। অতএব, ক্ষমতায় গেলে নারীরা আর আট ঘণ্টা কাজ করিবেন না, করিবেন মাত্র পাঁচ ঘণ্টা। এবং ধাপে ধাপে সেই কর্মঘণ্টা শূন্যে নামাইয়া আনিবেন। কী অপূর্ব মানবিকতা!