শিশুদলের অভিমানে নির্বাচন কমিশনের মাথায় হাত
নির্বাচনের মৌসুমে যখন জাতি ব্যস্ত প্রার্থীর নাম, প্রতীকের রঙ, পোস্টারের ছাপ ও মাইকসজ্জায়, তখন জাতীয় রাজনীতির নবীনতম শক্তি “শিশু পার্টি”—অর্থাৎ এনসিপি—নিয়ে নির্বাচন কমিশনের ঘুম হারাম। অর্ধশতাধিক প্রতীক নির্বাচন কমিশন তাদের সামনে সাজিয়ে ধরিয়াছে—বেগুন, কলা, চিংড়ি, কাপ-পিরিচ, আলমারি, উটপাখি, কম্পিউটার, খাট, ঘুড়ি, চার্জার লাইট, টিউবওয়েল, জগ, জাহাজ, টিফিন ক্যারিয়ার—কিন্তু শিশুদলের মন কিছুতেই গলিতেছে না।