যাত্রাপালা থেকে রূপালি পর্দায় প্রথম লোককাহিনিনির্ভর বাংলা সিনেমার রেকর্ড গড়া পথচলা
এ দেশের প্রথম লোককাহিনিনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপবান’ মুক্তির ৬০ বছর পূর্ণ হল ৫ নভেম্বরে। ১৯৬৫ সালের ৫ নভেম্বর সারা বাংলায় মুক্তি পায় সালাহউদ্দিন পরিচালিত এই ঐতিহাসিক ছবি। অভিনয়ে ছিলেন সুজাতা, আনোয়ার হোসেন, চন্দনা, সুভাষ দত্তসহ আরও অনেকে। উর্দুভাষী ছবির দাপটের সময় যখন বাংলা ছবি টিকেই থাকা কঠিন হয়ে পড়েছিল, তখন ‘রূপবান’ বাংলা সিনেমাকে বাণিজ্যিক সাফল্য তো দিলই, সঙ্গে নতুন সাংস্কৃতিক ধারাও তৈরি করে।