প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। মামলার এজাহারে ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ বলা হলেও বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি অন্তর্ভুক্ত করায় তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।