আমেরিকা পরম বন্ধু হইয়াছে; এ আনন্দ কোথায় রাখি?
১৩ই আগস্ট, ঢাকায় জাতীয় প্রেস ইনস্টিটিউটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শ্রীমতী ফরিদা আকতার এক মহামূল্যবান বাণী প্রদান করিলেন। তিনি বলিলেন, “আমেরিকা আমাদের কৃষি খাত দখল করিতে চায়, পোল্ট্রি খাতও ছাড়িবে না।” শুনিয়া উপস্থিত জনতা কিঞ্চিৎ চমকিত হইলেও, উপদেষ্টার মুখে ফুটিল এক করুণ হাসি—“আমরা নিরুপায়, আমরা অসহায়।”