যেখানে সংলাপই ইতিহাসের দলিল
এ বছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। বাংলা ও ভারতীয় চলচ্চিত্রে বাস্তববাদ, মানবিকতা ও প্রতিবাদী শিল্পচেতনার যে অনন্য সংমিশ্রণ তিনি সৃষ্টি করেছিলেন, আজও তা সিনেমার শিক্ষার্থী ও নির্মাতাদের জন্য পথপ্রদর্শক। দেশভাগ, উদ্বাস্তু জীবন, নাগরিক সংকট এবং বঞ্চিত মানুষের যন্ত্রণাকে পর্দায় রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর কাজ বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক বিশাল মাইলফলক। জন্মশতবর্ষে নতুন প্রজন্ম আবার ফিরে দেখছে ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর অমর চলচ্চিত্রভুবন। ঋত্বিক স্মরণে বিডি ভয়েসে ঋত্বিকের চলচ্চিত্র, দর্শন, শিল্পচেতনা ও সমাজবাস্তবতার নানা দিক নিয়ে প্রকাশিতব্য বিশেষ ধারাবাহিকের তৃতীয় রচনা এটি। ঋত্বিককে ফিরে দেখার এই যাত্রায় পাঠকদের স্বাগতম।