নবরঙ্গে বঙ্গজুড়ে লুন্ঠনি লীলাখেলা
বাংলাদেশ নামক ভূখণ্ডে আজকাল এক নব নবতর তন্ত্রের আবির্ভাব ঘটিয়াছে। গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র—ইহাদের সকলকে ছাড়াইয়া আজ রাজত্ব করিতেছে এক মহাতন্ত্র, যাহার নাম লুটতন্ত্র। ইহা গণতন্ত্রের আধুনিক সংস্করণ—একটি উদার, সর্বগ্রাসী, সর্বজনীন তন্ত্র, যাহা সকল শ্রেণি, সকল পেশা, সকল ধর্ম, সকল বর্ণের উপর সমানভাবে প্রয়োগযোগ্য।