ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা। পুড়ে ছাই হয়ে যাওয়া গিটার, তবলা, ঢোল, খোল, একতারা, হারমোনিয়াম—সবকিছু ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো। চেয়ার-টেবিল, দলিল-দস্তাবেজ, স্মারক ও সাংগঠনিক উপকরণ—৫৭ বছরের সাংস্কৃতিক সংগ্রামের সাক্ষ্য আজ ছাইয়ের আবরনে ঢাকা।