সর্বশেষ

আরো পাঁচ দিন ‘হাড় কাঁপানো’ শীত অব্যাহত থাকবে

চার বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ, বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, ০৭:০০
চার বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ, বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

দেশের ওপর দিয়ে জেঁকে বসেছে তীব্র শীত। চারটি বিভাগ ও অন্তত ১২ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় বদলগাছীতে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, “শৈত্যপ্রবাহটি আরও দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি বেশি হচ্ছে।” পশ্চিমাঞ্চলে কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও পূর্বাঞ্চলের কিছু এলাকায় বুধবার সকালে হালকা রোদের দেখা মিলেছে।

 

আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার পর্যন্ত সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

 

তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং শনিবার ও রোববার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়াবিদরা জানান, বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলে তাকে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। জানুয়ারি মাসজুড়েই শীতের দাপট থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সব খবর

আরও পড়ুন

উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা আরও কমবে উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করছে শৈত্যপ্রবাহ

১৬ মাসে ১১৩ মাজারে হামলা-ভাঙচুর

দুই গবেষণা প্রতিষ্ঠানের অনুসন্ধান ১৬ মাসে ১১৩ মাজারে হামলা-ভাঙচুর

ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

উদীচীর ‘পোড়া ক্ষতের’ প্রদর্শনী ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

মিয়ানমারের সংঘর্ষে টেকনাফ সীমান্তে আতঙ্ক

ঘরবাড়ি ছাড়ছে মানুষ মিয়ানমারের সংঘর্ষে টেকনাফ সীমান্তে আতঙ্ক

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত

সীমান্তজুড়ে আতঙ্ক মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত