সর্বশেষ

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২২:৩২
আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে, এটা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না।
আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৪–১৫ জন প্রার্থী হঠাৎ করেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে দাবি করছেন অনেকেই।

 

বুধবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে তামিম নিজেই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন,

 

আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। এখানে আসলে বলার মতো নতুন কিছু নেই। আপনারা সবাই জানেন এই নির্বাচন কোন দিকে যাচ্ছে। এটা কোনো নির্বাচন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটে কালো দাগ হয়ে থাকবে।

 

তামিম ক্ষুব্ধ কণ্ঠে যোগ করেন,

 

আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে, এটা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না।

 

 

তিনি আরও বলেন,

 

যখন যা মনে হচ্ছে তখন তাই করা হচ্ছে—এটা নির্বাচন হতে পারে না। যেসব প্রার্থী সরে দাঁড়িয়েছেন, তারা সবাই হেভিওয়েট এবং শক্ত ভোটব্যাংকের মালিক। এটা আমাদের প্রতিবাদ।

 

 

মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুরে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করলে জানা যায়, তামিমসহ এক ডজনেরও বেশি প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

 

প্রত্যাহারকারীদের মধ্যে এক্মিওম ক্রিকেটার্স কাউন্সিলরের প্রতিনিধি ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে বলেন, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী সরাসরি প্রভাব বিস্তার করছে। এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।”

 

এমন অবস্থায় ধারণা করা হচ্ছে, ইউনূস সরকারঘনিষ্ঠ একটি অংশ পুরো নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে। এ অভিযোগ আগেও করেছিলেন তামিম। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ওপরে প্রবল চাপ আছে। কাল আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। সবাই জানেন কেন।”

 

তিনি আরও বলেন, “আমাদের সরকার দায়িত্বে থাকা সত্ত্বেও কেন সুষ্ঠু নির্বাচন হবে না? সিনিয়র সংগঠকদের কাছ থেকে শুনেছি, বিসিবির ইতিহাসে এত নোংরামি আর দেখা যায়নি। এই ধরনের প্রভাব বিস্তার দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতেও অনুসরণ করা হবে।”

 

তামিমের এমন বক্তব্যে বোঝা যাচ্ছে, প্রার্থিতা প্রত্যাহারের পেছনে মূল কারণ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ ও নির্বাচনী স্বচ্ছতার ঘাটতি। একসময় দেশের ক্রিকেটের বড় তারকা এবং দীর্ঘদিনের ওপেনার তামিম শেষ পর্যন্ত বলেন, “এখানে আমরা কোনোভাবেই এই নোংরামির অংশ হতে পারব না। নির্বাচনী প্রক্রিয়াকে সৎভাবে পরিচালনা করুন।”

 

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত এই নির্বাচন এখন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে বোর্ডে আধিপত্য বিস্তারের লড়াই, অন্যদিকে প্রভাব-অভিযোগ—সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।

সব খবর

আরও পড়ুন

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

বিসিবির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর