সর্বশেষ

নারী বিশ্বকাপ ক্রিকেট ২০২৫

দুর্দান্ত শুরুর দিনে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ২২:৪৫
দুর্দান্ত শুরুর দিনে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল
পাকিস্তান নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। ছবি: আইসিসি

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। তিন বছর আগে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেই একমাত্র জয় এসেছিল বাংলাদেশের। ইতিহাস যেন পুনরাবৃত্তি হলো এবারের আসরেও।

 

বল হাতে মারুফার আগুন ঝরা সূচনা

 

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। ইনিংসের প্রথম ওভারেই ঝড় তুলেন পেসার মারুফা আক্তার। পরপর দুই বলে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে শূন্য রানে ফেরান তিনি। দুটি দুর্দান্ত ‘ইনসুইং ডেলিভারি’তে দুজনেই ‘গোল্ডেন ডাক’ শিকার হন। যদিও হ্যাটট্রিকের সুযোগ মিস করেন মারুফা, কিন্তু তাঁর সেই আঘাতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ পর্যন্ত ৮ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা এবং নির্বাচিত হন ম্যাচসেরা।

 

পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে দুর্দান্ত দুই ডেলিভারিতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার এএফপি

 

বাংলাদেশের বোলিং আক্রমণকে আরও উজ্জ্বল করে তুলেছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৩ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি, এর মধ্যে সব ওভারই ছিল মেডেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়েছেন ২ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তান। তাদের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম।

 

২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার এএফপি

 

ব্যাট হাতে রুবাইয়ার স্বপ্নময় অভিষেক

 

জয়ের জন্য ১৩০ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। ওপেনার ফারজানা হক মাত্র ২ রান করে এলবিডব্লু হন। ধীরগতির ব্যাটিং করে শারমিন আক্তারও ফেরেন ১০ রানে। দল কিছুটা চাপে থাকলেও অভিষিক্ত রুবাইয়া হায়দার ও অধিনায়ক নিগার সুলতানা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেন।

 

ওয়ানডে অভিষেকে রেকর্ড অপরাজিত ৫৪ রান করেছেন রুবাইয়া হায়দার আইসিসি

 

রুবাইয়া খেলেন স্মরণীয় ইনিংস। ওয়ানডে অভিষেকে অপরাজিত ৫৪ রান করে গড়েন রেকর্ড। এটি বাংলাদেশের কোনো নারী ব্যাটারের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৭৭ বলে ৮টি চার মেরে তিনি দলকে জেতান। রুবাইয়া ভেঙে দেন আয়েশা রহমানের রেকর্ড, যিনি ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৩ রান।

 

অধিনায়ক নিগার ২৩ রান করে ফিরলেও শেষ দিকে সোবহানা মোস্তারির ঝড়ো ২৪ রানে সহজ জয় পায় বাংলাদেশ। মাত্র ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে দল।

 

৩.৩–৩–৫–৩, এই বোলিং ফিগার স্বর্ণা আক্তারের এএফপি

 

বিশ্বকাপ অভিযানে নতুন আশার আলো

 

বাংলাদেশ নারী দলের এটি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয়। একই সঙ্গে মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রানও এটি (১২৯)। আগামী ৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে। প্রথম ম্যাচের দারুণ পারফরম্যান্স নিঃসন্দেহে নিগার সুলতানাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

 

সংক্ষিপ্ত স্কোর

 

পাকিস্তান: ১২৯/১০ (৩৮.৩ ওভার) – রামিন ২৩, সানা ২২; স্বর্ণা ৩/৫, নাহিদা ২/১৯, মারুফা ২/৩১।
বাংলাদেশ: ১৩১/৩ (১৮.৫ ওভার) – রুবাইয়া ৫৪*, সোবহানা ২৪*, নিগার ২৩; ডায়ানা ১/১৪।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মারুফা আক্তার।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ

তামিমের প্যানেল প্রত্যাহার বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম ইকবাল

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম ইকবাল

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি নির্বাসিত আফগান নারী ক্রিকেটাররা

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি নির্বাসিত আফগান নারী ক্রিকেটাররা

কম রানের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের মুকুট ভারতের

এশিয়া কাপ ২০২৫ কম রানের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের মুকুট ভারতের

পারল না বাংলাদেশ, প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

এশিয়া কাপ ২০২৫ পারল না বাংলাদেশ, প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিসিবি নির্বাচন কি সরকার বনাম বিএনপির লড়াই?

বিসিবি নির্বাচন কি সরকার বনাম বিএনপির লড়াই?

নারী বিশ্বকাপে নিগারদের যাত্রা শুরু, লক্ষ্য সম্মানজনক পারফরম্যান্স

নারী বিশ্বকাপে নিগারদের যাত্রা শুরু, লক্ষ্য সম্মানজনক পারফরম্যান্স

বোর্ড সভাপতি বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের

বিসিবি নির্বাচন বোর্ড সভাপতি বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের