সর্বশেষ

এশিয়া কাপ ২০২৫

পাত্তাই পেল না পাকিস্তান, দাপুটে জয় ভারতের

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৭
পাত্তাই পেল না পাকিস্তান, দাপুটে জয় ভারতের

এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ব্যাটিং ধসে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিল ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান ব্যাট হাতে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। জবাবে ১৫.৫ ওভারেই জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

 

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরু হয় দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই সাইম আইয়ুবকে ফেরান হার্দিক পান্ডিয়া। পরে জাসপ্রিত বুমরাহ আউট করেন মোহাম্মদ হারিসকে। ৬ রানে ২ উইকেট হারানোর পর সাহিবজাদা ফারহান ও ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। ফারহান ৪৪ বলে ৪০ রান করলেও বাকিদের ব্যর্থতায় দল চাপে পড়ে।

 

স্পিনারদের সামনে রীতিমতো অসহায় পাকিস্তানি ব্যাটাররা। কুলদিপ ইয়াদাভ ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আকসার প্যাটেল শিকার করেন ২টি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে শাহিন আফ্রিদির ঝড়ো ইনিংস দলকে কিছুটা ভরসা দেয়। মাত্র ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন তিনি, যেখানে ছিল ৪টি ছক্কা।

 

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ওপেনার আভিশেক শর্মা শুরুতেই দ্রুত রান তোলেন। ১৩ বলে ৩১ রান করে আউট হওয়ার আগে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। সুরিয়াকুমার ইয়াদাভ অধিনায়কোচিত দায়িত্ব পালন করে ৩৭ বলে অপরাজিত ৪৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাকে ভালো সঙ্গ দেন তিলক ভার্মা (৩১) ও শিভাম দুবে (১০*)।

 

পাকিস্তানের বোলারদের মধ্যে একমাত্র সাইম আইয়ুব লড়াই করার চেষ্টা করেন। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে অন্যদের ব্যর্থতায় ম্যাচ একপেশে হয়ে যায়।

 

জয়-পরাজয়ের বাইরে ম্যাচে আরও একটি বিতর্কের জন্ম হয়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথাগত করমর্দন হয়নি। পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষায় থাকলেও ভারতীয় দল মাঠে নামেনি। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েন এর প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও।

 

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে বড় ব্যবধানে জিতল ভারত। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর এবার পাকিস্তানকে উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে আগামী শুক্রবার। অপরদিকে, প্রথম ম্যাচে ওমানকে হারালেও পাকিস্তান এই হারে চাপে পড়ে গেছে। বুধবার আরব আমিরাতের বিপক্ষে জিততেই হবে তাদের।

 

সংক্ষিপ্ত স্কোর:
 

পাকিস্তান: ১২৭/৯ (২০ ওভার) – সাহিবজাদা ৪০, আফ্রিদি ৩৩*; কুলদিপ ৩/১৮
ভারত: ১৩১/৩ (১৫.৫ ওভার) – সুরিয়াকুমার ৪৭*, আভিশেক ৩১; সাইম ৩/৩৫
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুলদিপ ইয়াদাভ

সব খবর

আরও পড়ুন

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

বিসিবির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর