টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে প্রতিশোধ নিল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ। এটি দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হারগুলোর একটি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে ২০০ রানে হেরেছিল টাইগাররা।
২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। দলের হয়ে একমাত্র লড়াই করেছেন ওপেনার সাইফ হাসান, করেছেন ৫৪ বলে ৪৩ রান। বাকি ১০ ব্যাটারের রান ছিল যেন ফোন নাম্বার যথাক্রমে ৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯ ও ২ যা এক কথায় ব্যাটিং বিপর্যয়ের প্রতিচ্ছবি।
ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফিরতেই শুরু হয় ধস। এরপর নাজমুল হোসেন শান্ত (৩), তাওহিদ হৃদয় (৭) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৬) দ্রুত বিদায় নেন। সাইফ কিছুটা লড়লেও দ্বিতীয় ওভারে রশিদ খানের গুগলিতে বোল্ড হয়ে শেষ আশাটিও নিভে যায়।
রশিদ খান তুলে নেন ৩ উইকেট, তবে আফগানিস্তানের নতুন পেস সেনসেশন বিলাল সামি দাপট দেখান ৭.১ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ অসহায়।
এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ৯ উইকেটে ২৯৩ রান। ওপেনার ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ রানে রান আউট হন। শেষ দিকে ঝড় তোলেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি, ৩৭ বলে অপরাজিত ৬২ রানে দলকে তিনশোর কাছাকাছি নিয়ে যান।

ম্যাচের শেষ দুই ওভারে নাবির ব্যাট থেকে আসে অবিশ্বাস্য ৪৪ রান। মিরাজের এক ওভারেই তিনটি ছক্কা ও এক চার, আর হাসানের শেষ ওভার থেকে আরও ১৯ রান।
বাংলাদেশের পক্ষে সাইফ হাসান বল হাতেও ছিলেন কার্যকর, ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম নেন ২ উইকেট, তবে পেসাররা ছিলেন দিকহারা ও অকার্যকর।
এই জয় আফগানিস্তানের জন্য ঐতিহাসিক। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল তারা। সিরিজজুড়ে আফগানদের পারফরম্যান্স ছিল প্রভাব বিস্তারকারী। রশিদ খানের স্পিন, ইব্রাহিম জাদরানের ধারাবাহিকতা, আর নাবির অভিজ্ঞতা মিলিয়ে পুরো সিরিজেই বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছে তারা।
এই লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশ দলের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শনিবার থেকেই দেশের মাঠে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেখানে ঘুরে দাঁড়ানোই এখন মিরাজের নেতৃত্বাধীন দলের প্রধান লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ৫০ ওভারে ২৯৩/৯ (ইব্রাহিম ৯৫, নাবি ৬২*, গুরবাজ ৪২)
বাংলাদেশ ২৭.১ ওভারে ৯৩ (সাইফ ৪৩, রশিদ ৩/১২, সামি ৫/৩৩)
ফল: আফগানিস্তান ২০০ রানে জয়ী
সিরিজ ফল: আফগানিস্তান ৩-০
ম্যান অব দ্য ম্যাচ: বিলাল সামি
ম্যান অব দ্য সিরিজ: ইব্রাহিম জাদরান