সর্বশেষ

বিতর্কিত বিসিবি নির্বাচন

প্রহসনের নির্বাচনের অভিযোগে আরও এক প্রার্থীর সরে দাঁড়ালেন

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ২০:২২
প্রহসনের নির্বাচনের অভিযোগে আরও এক প্রার্থীর সরে দাঁড়ালেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় বাড়ছে বিতর্ক। নানা অভিযোগ, অনিয়ম আর হস্তক্ষেপের অভিযোগে ইতোমধ্যে ১৮ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এবার রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা হাসিবুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

 

শনিবার সকালে বিসিবি কার্যালয়ে এসে সংবাদমাধ্যমের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এ কাউন্সিলর। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের শেষ সময় ছিল গত বুধবার, তাই ব্যালটে তার নাম থাকলেও তিনি আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন না।

 

হাসিবুলের অভিযোগ, শুরু থেকেই তাকে ভোটারদের থেকে দূরে রাখা হয়েছে। ভোটারদের খুঁজে বের করার ও প্রচার চালানোর সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “২ অক্টোবর আমি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার ভোটারদের খুঁজে পাচ্ছি না। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এটা সুষ্ঠু নির্বাচন নয়, বরং প্রহসনের নির্বাচন হয়ে দাঁড়িয়েছে।”

 

তিনি আরও দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ মুখলেছুর রহমান শামীম রাজশাহীর ভোটারদের ঢাকায় একটি হোটেলে গোপনে রেখেছেন। হাসিবুল জানান, বিদেশি নম্বর থেকে ফোনে তথ্য পেয়ে তিনি প্রতিনিধিকে পাঠান এবং ঢাকার ইউনিক রিজেন্সি হোটেলে ওই কাউন্সিলরদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় তিনি বনানী থানার ডিসির কাছে অভিযোগও করেছেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ৬ অক্টোবর ক্যাটাগরি–১ থেকে ভোট দেবেন মোট ৩৫ জন কাউন্সিলর। এর মধ্যে ১৯ জন ই-ভোটে এবং ১৬ জন সরাসরি ভোট দেবেন। তবে ভোটারদের এভাবে প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

 

এর আগে গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। গত ২৪ ঘণ্টায় আরও দুই প্রার্থীর বর্জনের ঘোষণায় মোট সরে দাঁড়ানো প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

 

বিশ্লেষকদের মতে, একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানো এবং অনিয়মের অভিযোগ বিসিবি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বড় সংকটে ফেলছে। অনেকেই বলছেন, এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বিতর্কিত হয়ে উঠেছে।

সব খবর

আরও পড়ুন

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

বিসিবির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর