সর্বশেষ

বছর শেষে বাংলাদেশ

সংস্কৃতির ওপর চাপ, সহনশীলতার ভাঙন ও রাষ্ট্রের নীরব পরীক্ষা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬
সংস্কৃতির ওপর চাপ, সহনশীলতার ভাঙন ও রাষ্ট্রের নীরব পরীক্ষা

২০২৫ সালজুড়ে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরে একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়ে সহনশীলতা ও রাষ্ট্রের দায়। জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে উঠে আসে—মাজার ভাঙচুর, প্রতিমা ধ্বংস, বাউলদের ওপর হামলা, সংগীতানুষ্ঠান ও কনসার্ট বাতিল এবং শিক্ষাব্যবস্থায় সংগীত শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ। সরকারের পক্ষ থেকে প্রতিবারই কঠোর অবস্থানের কথা বলা হলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন নিয়ে বিতর্ক রয়ে গেছে।

 

৩ জানুয়ারি, রাজশাহীর বাগমারা উপজেলায় একটি পুরোনো মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তিরা রাতে মাজারের অংশবিশেষ ভেঙে ফেলে। রাজশাহী জেলা পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।” একই মাসে কুষ্টিয়া ও নওগাঁয় আরও দুটি মাজারে হামলার খবর প্রচার করে যুগান্তর ও সময় টিভি।

 

৫ ফেব্রুয়ারি দিনাজপুর ও রংপুরে সরস্বতী পূজার প্রস্তুতির সময় প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠে দৈনিক সমকাল, চ্যানেল ২৪ এর প্রতিবেদনে। রংপুরের জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” এই মাসেই সংগীত শিক্ষক নিয়োগ স্থগিত থাকায় গাইবান্ধা ও কুড়িগ্রামে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনের খবর প্রকাশ করে দৈনিক মানবজমিন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “সংগীত শিক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।”

 

১০ মার্চ চট্টগ্রামে নির্ধারিত একটি লোকসংগীত উৎসব শেষ মুহূর্তে বাতিল হয়। আয়োজকদের দাবি, স্থানীয়ভাবে বাধার মুখে পড়েছিলেন। জেলা প্রশাসন পাল্টা বিবৃতিতে জানায়, “অনুমতির শর্ত পূরণ হয়নি।” ঢাকায় একই মাসে দুটি কনসার্ট বাতিলের খবর দেয় সময় টিভি ও ইন্ডিপেনডেন্ট টিভি।

 

১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে কয়েকটি জেলায় গান ও নৃত্য আয়োজন সীমিত করার অভিযোগ ওঠে।এ নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার (বাংলা সংস্করণ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাংলার লোকজ সংস্কৃতি আমাদের ঐতিহ্য, সরকার এর পক্ষে।”

 

৭ মে ঝিনাইদহে এক বাউল শিল্পীকে মারধরের অভিযোগে মামলা হয় বলে সংবাদ প্রচার করে দৈনিক কালের কণ্ঠ, সময় টিভি। স্থানীয় বাউল সংগঠনের দাবি, “গত এক বছরে অন্তত পাঁচবার বাউলদের ওপর হামলা হয়েছে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আইনশৃঙ্খলা বাহিনীকে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

 

১৮ জুন বরিশাল ও খুলনায় দুটি মন্দির প্রাঙ্গণে প্রতিমা ভাঙচুরের খবর প্রকাশ করে  দৈনিক যুগান্তর ও চ্যানেল আই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ধর্মীয় সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

১২ জুলাই দেশের কয়েকটি কলেজে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের খবর দেয় মানবজমিন ও সময় টিভি। শিক্ষার্থীরা দাবি করে, “সংগীতকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে।” শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “সংগীত পাঠ্যক্রম বহাল আছে।”

 

৫ আগস্ট মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালেও ধর্মীয় ও সাংস্কৃতিক সহিংসতা বন্ধ হয়নি। বিডিনিউজ২৪ও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সরকারি ভাষ্য ছিল, “উগ্রবাদ নিয়ন্ত্রণে রয়েছে।”

 

সেপ্টেম্বরে সিলেট ও মৌলভীবাজারে ওরস অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে দৈনিক সমকাল, চ্যানেল ২৪সহ বিভিন্ন গণমাধ্যমে। জেলা প্রশাসন অভিযোগ অস্বীকার করে জানায়, “নিরাপত্তাজনিত কারণেই সিদ্ধান্ত।”

 

অক্টোবরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার ছিলো বলে বড় সহিংসতা না ঘটলেও আতঙ্ক ছিল।

 

নভেম্বরে ঢাকায় একটি আধুনিক সংগীত কনসার্ট বাতিলের ঘটনায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদের খবর দেয় ডেইলি স্টার বাংলা। সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, “কনসার্ট নীতিমালার আওতায় আনা হচ্ছে।”

 

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে অনুষ্ঠানস্থলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান শুরুর ঠিক আগে একদল বহিরাগত প্রবেশে বাধা পেয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা ইট-পাটকেল ছুড়ে মারে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়।

 

২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও শহরের হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরকারীরা মাজারের প্রধান ঘরের দরজা ও জানালা ভেঙে ফেলে। পাশাপাশি মাজারের পাশের দুটি কবরও ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

এদিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহজাহান উদ্দিন আউলিয়া (রহ.)-এর মাজারের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে গোবর ও মলমূত্র ছিটানোর ঘটনায় জড়িতদের তিন দিনেও শনাক্ত করা যায়নি। ২৫ ডিসেম্বর রাতের কোনো এক সময় মাজারটিতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

 

ডিসেম্বর শেষে, ২০২৫ সালের ঘটনাপ্রবাহ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মূল্যায়ন প্রকাশ করে বিডিনিউজ২৪। সেখানে বলা হয়, সাংস্কৃতিক সহনশীলতার ক্ষেত্রে অগ্রগতি সীমিত।

 

২০২৫ সালজুড়ে সরকারের বক্তব্যে বারবার এসেছে—“জিরো টলারেন্স”, “তদন্ত চলছে”, “দোষীদের আইনের আওতায় আনা হবে।” তবে বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য বাস্তব প্রতিরোধে কতটা কার্যকর হয়েছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

২০২৫ সালটি সংস্কৃতি ও সহনশীলতা ছিল রাষ্ট্রের জন্য এক চলমান পরীক্ষা। মাজার, মন্দির, মঞ্চ ও শ্রেণিকক্ষ—সব জায়গাতেই এই সংকটের ছাপ স্পষ্ট।

সব খবর

আরও পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনজিও সহায়তার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের

কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি প্রশ্নের মুখে? গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনজিও সহায়তার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের

উত্তর কোরিয়া এবং ফিলিস্তিনের চেয়েও দুর্বল বাংলাদেশী পাসপোর্ট

পাসপোর্ট ইনডেক্স ২০২৬ উত্তর কোরিয়া এবং ফিলিস্তিনের চেয়েও দুর্বল বাংলাদেশী পাসপোর্ট

অন্তর্ভুক্তিমূলক না হলে নির্বাচন গণতান্ত্রিক নয়

চার ব্রিটিশ এমপির বিবৃতি অন্তর্ভুক্তিমূলক না হলে নির্বাচন গণতান্ত্রিক নয়

অন্তর্বর্তী সরকারের নীতিগত ব্যর্থতায় দীর্ঘায়িত হচ্ছে এলপিজি সংকট

দুই সপ্তাহেও সমাধান নেই অন্তর্বর্তী সরকারের নীতিগত ব্যর্থতায় দীর্ঘায়িত হচ্ছে এলপিজি সংকট

অন্তর্বর্তী সরকারের নীতিগত প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতিতে এডিপির আকার কমল ১৩ শতাংশ

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় কাটছাঁট অন্তর্বর্তী সরকারের নীতিগত প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতিতে এডিপির আকার কমল ১৩ শতাংশ

নির্বাচন অংশগ্রহণমূলক মানে সবার অংশগ্রহণ

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান নির্বাচন অংশগ্রহণমূলক মানে সবার অংশগ্রহণ

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বললেন ব্রিটিশ এমপি প্রীতি প্যাটেল

ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান বাংলাদেশের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বললেন ব্রিটিশ এমপি প্রীতি প্যাটেল