সর্বশেষ

সেপ্টেম্বরে ভয়ংকর রূপে ডেঙ্গু, এক মাসেই মৃত্যু ৭৬ জনের

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২৩:৫২
সেপ্টেম্বরে ভয়ংকর রূপে ডেঙ্গু, এক মাসেই মৃত্যু ৭৬ জনের

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু এই মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের, যা বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে এই মাসে।

 

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে মৃত্যু হয় ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জনের। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এরপর এপ্রিল থেকে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে—এপ্রিলে মৃত্যু হয় ৭ জনের, মে মাসে ৩ জনের। জুনে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৯ জনে, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন।

 

বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের বৃষ্টিপাত, আবহাওয়া এবং মশার বিস্তার ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে দিয়েছে। নগর এলাকায় পানি জমে থাকা, পরিচ্ছন্নতার অভাব এবং জনসচেতনতার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করলেও মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, মশারি ব্যবহার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ফিরল, কিন্তু কার্যকর ৬ বছর পর পছন্দের সরকারই দিল অপ্রস্তুত করে দেয়া রায়, অস্বস্তিতে বিএনপি

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অবশেষে বিদেশিদের হাতে জাতীয় সম্পদ লালদিয়া ও পানগাঁও টার্মিনালের তড়িঘড়ি বিদেশি চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধ ম্যান্ডেটকে ছাড়িয়ে রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামোর নীতিগত অনুমোদন

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

পুলিশকে ‘দেখামাত্র গুলি’ নির্দেশে মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনা

বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

নেপথ্যে ৫ আগস্ট বাংলাদেশি পাসপোর্ট হয়েছে আরও দুর্বল, বাড়িয়েছে ভিসা জটিলতা

নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

মশক নিধনে ব্যর্থতা নভেম্বরেও ডেঙ্গুর আগ্রাসী প্রকোপ

রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?

কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা রাষ্ট্রদূত নিয়োগ নাকি ইউনূস ঘনিষ্টদের নিরাপদে দেশত্যাগের বন্দোবস্ত?

বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান

ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যানের বিবৃতি বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান