আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সরকারের কঠোর নজরদারি
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি দাবী করে দলটি জানায় ভোটাধিকার, গ্রহণযোগ্য নির্বাচন, নাগরিক নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এই কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে যে নিরাপত্তা ও নজরদারির নামে অভিযান চলছে, তা অনেকের কাছেই রাজনৈতিক দম-পীড়ন ছাড়া আর কিছু নয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেকোনো নাশকতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বলছে, এই কঠোরতার আসল উদ্দেশ্য শান্তিপূর্ণ আন্দোলনই ঠেকানো।