বাংলাদেশ ক্রিকেট দল: এক খণ্ড বাংলাদেশ, এক মহাকাব্যিক ব্যর্থতার মহোৎসব
যখন জাতি গর্বে বুক ফুলায়, তখন আমাদের ক্রিকেট দল নিঃশব্দে সেই বুকে ছুরি চালায়। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিরুদ্ধে কোন মতে জিতিয়া, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচে হারিয়া, তাহারা প্রমাণ করিয়াছে—জয় নয়, অংশগ্রহনই আসল। এই চেষ্টার মহিমা বুঝিতে না পারিয়া জনসাধারণ প্লেয়ারদের গালিগালাজে ব্যস্ত, অথচ অন্তরালে ঘটিতেছে এক মহাজাগতিক রূপান্তর।